• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও! চুটিয়ে প্রেম করছে পর্দার লক্ষ্মী কাকিমার ছেলে-বৌমা

Published on:

Lokkikama actor Sona Deba relationship rumour

জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ (Lokkhi Kakima Superstar)। এই সিরিয়ালের হাত ধরেই দীর্ঘদিন পর ছোট পর্দায় কামব্যাক করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। কিন্তু প্রচলিত ট্রেন্ডে গা ভাসিয়ে ইতিমধ্যেই এই সিরিয়ালেরও অন্তিম পর্বের শুটিং শেষ হয়েছে। এত অল্প সময়েই প্রিয় সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় বেশ মন খারাপ দর্শকদের।

বেশ মন খারাপ হয়েছিল পর্দার লক্ষ্মী কাকিমারও। আসলে এই অল্প কয়েকদিনেই সিরিয়ালের সমস্ত কলাকূশলীরাই হয়ে উঠেছেন একেবারে পরিবারের সদস্যের মতো। শুধু তাই নয় এরইমাঝে টেলিপাড়ায় জোর গুঞ্জন এই সিরিয়ালেরই এক অনস্ক্রিন জুটির সম্পর্ক পরিণতি পেতে চলেছে বাস্তবে। বেশ জমে উঠেছে পর্দার লক্ষ্মী কাকিমার ছেলে বৌমার সম্পর্ক।

Lokkikama actor Sona Deba relationship rumour

কি ভাবছেন? কারা টলিপাড়ার সেই নতুন লাভ বার্ডস? তারা আর কেউ নন পর্দার দেবা (Deba) আর সোনা (Sona)। অর্থাৎ লক্ষ্মীকাকিমার অনস্ক্রিন বড় ছেলে আর বৌমা। প্রসঙ্গত সিরিয়ালে এই দেবার চরিত্রে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ স্বর্ণদীপ্ত ঘোষ। অন্যদিকে ‘সোনা’ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অর্পিতা মন্ডল-কে। শোনা যাচ্ছে সিরিয়ালের স্বামী-স্ত্রী এই জুটির পর্দার প্রেম এবার গড়িয়েছে বাস্তবেও।

অন্তত তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলে ইঙ্গিত মিলছে তেমনটাই। সম্পর্কের বিষয়ে এখনও পর্যন্ত খোলাখুলি কেউ কিছু না জানালেও স্বর্ণদীপ্ত-অর্পিতার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেই দেখাযাবে এক গুচ্ছ রোমান্টিক ছবি। এমনকি বছরের শেষ দিনটাও নাকি একসাথেই সেলিব্রেট করেছিলেন তারা। একসাথে ঘুরতেও গিয়েছিলেন পাহাড়ে।


স্বর্ণদীপ্ত-অর্পিতার ইনস্টাগ্রাম প্রোফাইলে রোমান্টিক ছবির সাথেই দেখা মিলেছে রোমান্টিক সব ক্যাপশনের। এই খবরের সত্যতা জানা না গেলেও সোনা-দেবার অফস্ক্রিন সম্পর্কনিয়ে রীতিমতো উচ্ছসিত তাদের অনুরাগীরা। নতুন বছরের শুরুতেই টেলিপাড়ার নতুন জুটির সম্পর্কের খবর পেয়ে দারুন খুশি তাদের অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥