মিঠাই (Mitha) অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)-কে এক ডাকে চেনেন সবাই। আলাদা করে তার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। মাঝেমধ্যেই নানা কারণে শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। তেমনি কিছুদিন আগেই মেম বউ (Mem Bou) অভিনেত্রী বিনীতা চ্যাটার্জির (Vinita Chatterjee) সাথে তার মুখের মিল নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
সৌমিতৃষার সাথে বিনীতার মুখের এতটাই মিল যে অনেকেই বলতে শুরু করেন পর্দার মেম বৌ আর মিঠাই যমজ বোন। সম্প্রতি এ প্রসঙ্গে ইউটিউব চ্যানেল টলি ফোকাস কলকাতায় মুখ খুলেছিলেন মেম বৌ অভিনেত্রী বিনীতা চ্যাটার্জি। সম্প্রতি সেই সাক্ষাৎকারে বিনীতা জানিয়েছেন একসময় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুরের সাথে অনেকেই গুলিয়ে ফেলতেন তাকে।
এমনকি কোথাও গেলে মোনালি ঠাকুরের গাওয়া গান গাইতে বলা হত বিনীতাকে। আর এখন কোথাও গেলে তাকে মিঠাই ভেবে অনেকেই মিঠাইয়ের মতো করে কথা বলার আবদার জানান। তবে গোটা বিষয়টাকেই বেশ পজিটিভ ভাবেই নিতে দেখা গেল অভিনেত্রীকে। সেই সাথে এদিন বিনীতার গলায় শোনা গেল মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর অভিনয় এবং মোনালি ঠাকুরের গানের প্রশংসা।
অভিনেত্রীর কথায় ‘আমাদের পৃথিবীতে বিজ্ঞানসম্মত কারণেই আমাদের মত একই রকম দেখতে মোট সাত জন মানুষ থাকে। তাই এরকম একই রকম দেখতে মানুষ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। একই রকম দেখতে হলেও শুধুমাত্র তোমার ব্যক্তিত্বই তোমাকে আলাদা করবে’।
সেই সাথে অভিনেত্রী এই দিন এও জানান সদ্য এই বিষয়টা নিয়েই একটা সিনেমাতেও অভিনয় করে ফেলেছেন তিনি। এই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)। সিনেমার নাম ক্লোন। এখানে দেখা যাবে একই রকম দেখতে সাত জন মানুষের গল্প। তবে একথা বলতেই হয় ছোট পর্দার এই দুই জনপ্রিয় অভিনেত্রীর মুখের মিল দেখে এক নজরে ভুল হয়ে যায় যে কারও।