• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসা নয়, এতদিনে গুড্ডিকে বিয়ে করার আসল কারণ ফাঁস করল যুধাজিৎ! টুইস্ট দেখে হতবাক দর্শকরা

Published on:

Judhajit reveals the real reason he is marrying Guddi

এই মুহূর্তে বাংলা টেলিভিশন সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘গুড্ডি’ (Guddi)। টিআরপি যেমনই হোক না কেন, ধারাবাহিকটি নিয়ে দর্শকমহলে চর্চা চলতেই থাকে। আর লেখিকা যেভাবে একের পর এক টুইস্ট আনছেন, তাতে চর্চা হওয়া খুবই স্বাভাবিক।

‘গুড্ডি’র নিয়মিত দর্শকরা জানেন, গুড্ডি-অনুজ-শিরিনের ত্রিকোণ প্রেমের সম্পর্কে এন্ট্রি হয়েছে যুধাজিৎ’এর (Judhajit)। যুধা এসেছে তাও অনেকটা সময় হয়ে গেল। ইতিমধ্যেই তাঁর সঙ্গে গুড্ডির বিয়েও ঠিক হয়ে গিয়েছে। একে একে বিয়ের নানা আচার-অনুষ্ঠান শুরু হয়েছে। তা দেখে করুণ দশা অনুজের।

Guddi Anuj finally admits he is married to guddi

যদিও শিরিন মনে মনে গুড্ডি এবং যুধাজিৎ’এর বিয়ে ভাঙার প্ল্যানিং শুরু করে দিয়েছে। এসবের মাঝেই ধারাবাহিকে এল জমজমাট টুইস্ট। এতদিনে ভাই অনুজের প্রাক্তন স্ত্রী গুড্ডিকে বিয়ে করার আসল কারণ ফাঁস করল যুধাজিৎ।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘গুড্ডি’ ধারাবাহিকের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, গুড্ডি বলে সে যুধাজিৎ’এর মধ্যে একজন বন্ধুকে খুঁজেছিল। বিয়ে করার কোনও ইচ্ছাই ছিল না তাঁর। এরপরই গুড্ডিকে বিয়ে করার আসল কারণ ফাঁস করছে যুধাজিৎ। সে গুড্ডিকে মুখের ওপর বলে, ‘বিয়ে না করলে আমি তোমায় নিজের কাছে আনতে পারতাম না। বিয়ে না করলে আমি তোমাকে একটা পরিচয় দিতে পারতাম না’।

Guddi Judhajit

এখানেই থামেনি যুধাজিৎ। এরপর সে বলে, ‘তোমায় বিয়ে না করলে আমি এই লড়াইয়ে তোমায় যেতে দিতেই পারতাম না। তাই এই সবগুলো আমিই চেয়েছি। এবার তুমি বলতেই পারো তোমার জীবনে আমি চাওয়ার কে? তাহলে আমি বলব, ভালোবাসলেই এমন করে চাওয়া যায়। আর আমি তোমায় সত্যিই ভালোবেসেছি গুড্ডি’।

সেই সঙ্গেই যুধাজিৎ বলে, সে গুড্ডিকে এমন একটা জায়গায় দেখতে চায় যেখানে তাঁকে সকলে দেখতে পারবে, কাছে যেতে পারবে, কিন্তু কেউ তাঁকে ছুঁতে পারবে না। যুধার কথায়, ‘এই মালিন্যের অনেক ওপরে আমি তোমায় দেখতে চেয়েছি গুড্ডি। আর সেই জন্যই আমি তোমায় বিয়ে করতে চেয়েছি’। এবার এটাই দেখার, হবু স্বামীর মুখ থেকে বিয়ের আসল কারণ জানার পর গুড্ডির প্রতিক্রিয়া কেমন হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥