এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দিন দিন ধারাবাহিকটির জনপ্রিয়তা এবং টিআরপি দুই-ই বাড়ছে। চলতি সপ্তাহে আবার বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল। সপ্তাহে মাত্র ৫ দিন সম্প্রচারিত হয়ে এই নজির স্পর্শ করা যে বিশাল ব্যাপার তা নিয়ে কোনও সন্দেহ নেই।
সূর্য (Surjya)-দীপার (Deepa) ‘অনুরাগের ছোঁয়া’ দর্শকদের বরাবরই পছন্দ। তবে ৮ বছরের লিপের পর সূর্য-দীপার মেয়ে সোনা (Sona) এবং রূপার (Rupa) এন্ট্রির পর ধারাবাহিকটি যেন আরও বেশি জমজমাট হয়ে গিয়েছে। দুই খুদে শিল্পী অল্প সময়ের মধ্যেই জয় করে নিয়েছে দর্শকমন।
সোনার আধো-আধো এবং রূপার পাকাবুড়ির মতো কথা দর্শকদের বেজায় পছন্দের। দুই মেয়েই সূর্যর নয়নের মণি। রূপার আসল পরিচয় না জানলেও সূর্য তাঁকে বেশ পছন্দ করে। এ তো না হয় গেল পর্দার রসায়নের কথা, বাস্তবে দুই মেয়ের সঙ্গে কেমন সম্পর্ক সূর্য অভিনেতা দিব্যজ্যোতির (Dibyojyoti Dutta)? সম্প্রতি টিভি৯ বাংলার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন তিনি।
পর্দার সূর্যর বাস্তবে বয়স মাত্র ২৩। এই বয়সেই অনস্ক্রিনে দুই মেয়ের বাবা হয়ে গিয়েছে তিনি। সোনা-রূপার সঙ্গে সম্পর্ক কেমন অভিনেতার? সেটে বা তাঁকে কী নামে ডাকে দুই খুদে? দিব্যজ্যোতি জানান, পর্দায় বাবা-মেয়ের সম্পর্ক হলেও বাস্তবেও তাঁকে নাম ধরেই ডাকে দুই শিশু শিল্পী।
‘অনুরাগের ছোঁয়া’র সূর্যর কথায়, ‘দিব্য নামে ডাকে আবার কখনও সূর্য নামেও ডাকে। আমায় দেখলেই ওঁরা (সোনা-রূপা) কোলে উঠে পড়ে। বাইসেপস ধরে ঝুলতে থাকে। আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে আর এরপর গা বেয়ে বেয়ে উঠতে থাকে’।
সিরিয়ালের সৌজন্যে এই বয়সেই বাবা হওয়ার পাঠ পেয়ে যাচ্ছেন, বাস্তবে তাহলে বাবার দায়িত্ব পালনে কোনও অসুবিধে নেই তো দিব্যজ্যোতির? অভিনেতার সাবলীল জবাব, ‘ভবিষ্যতে ভালো বাবা কিংবা এখন ভালো ছেলে কিনা তা আমি জানি না। তবে আমি ভালো মানুষ হতে চাই’। বাস্তবে বাবা হতে এখনও হয়তো পর্দার সূর্যর কাছে বেশ অনেকটা সময় আছে, তবে তিনি যে ভালো মানুষ হতে পেরেছেন তা কিন্তু একবাক্যে মেনে নিয়েছেন অনুরাগীরা।