• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই অতীত, নতুন কাজে ব্যস্ত রুদ্র দা! সিরিয়াল থেকে সরে যাওয়ার কারণ নিয়ে মুখ খুললেন অভিনেতা

Published on:

Bengali Serial,বাংলা সিরিয়াল,Fahim Mirza,ফাহিম মির্জা,Mithai,মিঠাই,Rudra,রুদ্র,Sahityer Sera Somoy,সাহিত্যের সেরা সময়

গতকালই দেখতে দেখতে দু বছর পূর্ণ করেছে ‘মিঠাই’ (Mithai)। সেলিব্রেশনে মেতে ছিল গোটা মিঠাই পরিবার।  এদিনের সেই সেলিব্রেশনের ছবি থেকে শুরু করে ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে সেখানে সবাই থাকলেও হাজির থাকলেও দেখা মেলেনি নিপার ‘রুদ্রদা’ অভিনেতা ফাহিম মির্জাকে (Fahim Mirza)।  আসলে বিগত কিছুদিন ধরেই ধারাবাহিকে দেখা যাচ্ছে না তাকে।

তাই মিঠাই ভক্তদের মনে বেশ কিছুদিন ধরেই ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন! তা হল বাকিদের মতো রুদ্রদাও কি এবার মিঠাই ছেড়ে চলে গেল! হঠাৎ কি কারণে সিরিয়াল থেকে সরে গেলেন মিঠাই রানীর পুলিশ দাদা! এমনই নানান প্রশ্ন। এরই মাঝে সম্প্রতি ইউটিউব চ্যানেল টলি ফ্যাক্টস-এর সাথে এক খোলামেলা আড্ডায় বসে ছিলেন অভিনেতা।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Fahim Mirza,ফাহিম মির্জা,Mithai,মিঠাই,Rudra,রুদ্র,Sahityer Sera Somoy,সাহিত্যের সেরা সময়

সেখানেই তিনি মিঠাই ভক্তদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে জানিয়েছেন আসলে নতুন বছরের শুরুতেই তিনি নতুন একটি প্রজেক্টের সাথে যুক্ত হয়েছেন। তাই আপাতত এক মাস তাকে মিঠাইতে দেখা যাবে না। কিন্তু তার মানে এই নয় তিনি আর মিঠাই তে ফিরবেন না। প্রসঙ্গত সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন এরই মধ্যে সম্প্রতি সদানন্দের গুলি লাগার পর জরুরি তলবে মনোহারায় একদিনের জন্য দেখা গিয়েছিল তাকে।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Fahim Mirza,ফাহিম মির্জা,Mithai,মিঠাই,Rudra,রুদ্র,Sahityer Sera Somoy,সাহিত্যের সেরা সময়

তাই মিঠাই ভক্তদের আশ্বস্ত করে পর্দার রুদ্রদা জানিয়েছেন যতদিন মিঠাই আছে ততদিন তিনি থাকবেন।  তাই সিরিয়ালে নিয়মিত তাকে দেখা না গেলে কেউ যেন নিরাশ না হন। ফাহিম জানিয়েছেন নিয়মিত না থাকলেও তিনি মিঠাই ছেড়ে যাচ্ছেন না কোথাও।

আসলে এই মুহূর্তে ২ জানুয়ারি থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় আকাশ আটে নতুন ধারাবাহিক সাহিত্যের সেরা সময়তে অভিনয় করছেন ফাহিম। সাহিত্যধর্মী এই ধারাবাহিকে বিষয়বস্তুটা একটু অন্যরকম। সচরাচর যে ধরনের সিরিয়াল টিভির পর্দায় দেখানো হয় তার থেকে একেবারেই আলাদা এটি।

বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ বিভিন্ন গল্প উপন্যাস অবলম্বনে তৈরি এই ধারাবাহিকের প্রথম গল্প বাণী বসুর লেখা ‘শ্বেত পাথরের থালা’। এই ধারাবাহিকেই অভিমুন্যর চরিত্রে অভিনয় করছেন ফাহিম। সেই কারণেই আপাতত বেশ কিছুদিনের জন্য মিঠাই থেকে বিরতি নিয়েছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥