• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পার্শ্ব চরিত্রেই মন কাড়া অভিনয়, ৩ বছরের পর আবারও পর্দায় ফিরছেন ‘বোঝে না বোঝে না’ অভিনেত্রী

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘বোঝে না সে বোঝে না’ (Bojhe Na Se Bojhe Na)। অরণ্য আর পাখির গল্প শেষ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেলেও দর্শকরা এখনও তাঁদের ভোলেননি। এবার সেই সিরিয়ালের অনুরাগীদের জন্যই এল দারুণ সুখবর। বেশ কয়েকবছরের অপেক্ষা শেষে ফের নতুন সিরিয়াল নিয়ে ফিরছেন ‘বোঝে না সে বোঝে না’ অভিনেত্রী।

এই মুহূর্তে বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে নতুন সিরিয়াল শুরুর হিড়িক পড়েছে। শীঘ্রই স্টার জলসায় শুরু হতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক। ‘মেয়েবেলা’, ‘বালিঝড়’, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’, ‘সাধন বামাক্ষ্যাপা’ সহ বেশ কয়েকটি সিরিয়াল আসছে। এই নতুন ধারাবাহিকগুলির মাধ্যমেই ফের পর্দায় ফিরছেন পুরনো জনপ্রিয় শিল্পীরা। এমনই একটি নতুন সিরিয়ালের হাত ধরে কামব্যাক করছেন ‘বোঝে না সে বোঝে না’ অভিনেত্রীও।

   

Bojhe Na Se Bojhe Na Anu

যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার অভিনীত ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকটি দর্শকমহলে দারুণ জনপ্রিয় ছিল। এত বছর পরেও সেই জনপ্রিয়তায় একটুও আঁচ পড়েনি। যশ এবং মধুমিতা অবশ্য টলিউডের পরিচিত মুখ হয়ে গিয়েছেন। সেখানে চুটিয়ে কাজ করছেন। তবে ‘বোঝে না সে বোঝে না’য় অরণ্য-পাখি ছাড়াও নজর কেড়েছিলেন আরও এক শিল্পী। তিনি হলেন অরণ্যর দিদি অনু (Anu)।

Bojhe Na Se Bojhe Na Anu

এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী (Debaparna Paul Chowdhury)। তাঁকে শেষবার ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে দেখেছেন দর্শকরা। এরপর থেকে নিজেকে অভিনয় জগত থেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। ২০২০ সালে বিয়ে করার পর অভিনয় থেকে বিরতি নেন দেবপর্ণা। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ৩টি বছর, এবার কামব্যাক করতে চলেছে তিনি।

Debaparna Paul Chowdhury

স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’র হাত ধরে সাফল্য পাওয়ার পর এবারও সেই চ্যানেলেই কামব্যাক করছেন দেবপর্ণা। শীঘ্রই শুরু হতে চলা ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকে একটি বিশেষ চরিত্রে অভিনেত্রীকে দেখা যাবে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন ‘বোঝে না সে বোঝে না’র অনু। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে এই সংবাদ।

প্রসঙ্গত, স্টার জলসায় শুরু হতে চলা ‘মেয়েবেলা’ ধারাবাহিকটি সম্পূর্ণরূপে নারীকেন্দ্রিক হতে চলেছে। মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেত্রী রূপা গাঙ্গুলী এবং ‘খেলাঘর’ খ্যাত স্বীকৃতি মজুমদার। মেয়েরা কি সত্যিই মেয়দের শত্রু? সমাজে চলতে থাকা এই চিরাচরিত ধারণা নিয়েই শুরু হচ্ছে এই সিরিয়াল।

site