• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্ব বিখ্যাত হয়েও অহংকার নেই, শ্রীজাতের ছবিতে গান গেয়ে নামমাত্র দক্ষিণা চাইলেন অরিজিৎ সিং

সংগীত প্রেমীদের কাজে অরিজিৎ সিং (Arijit Singh)-য়ের গান মানেই যেন ওষুধের মতো। ভক্তের ভগবান তিনি, তাই জীবনের সুখ-দুঃখ কিংবা প্রেম বিরহ সবেতেই ম্যাজিকের  মতো কাজ দেয় অরিজিৎ সিং-এর গান। এমনিতেই গানই একমাত্র জিনিস যা স্থান-কাল-পাত্র ভেদে এমনকি ভাষার গন্ডিও ভেদ করে এক করে গোটা দুনিয়ার মানুষকে।

অরিজিৎ সিংও তাই বাংলা হোক কিংবা হিন্দি নিজের তাঁর সুরের জাদুতে দিনের পর দিন মন্ত্রমুগ্ধ অসংখ্য শ্রোতা। তবে অরিজিৎ শুধু একজন ভালো গায়ক নন, একজন ভালো মানুষ হিসাবেও অসংখ্য মানুষের অনুপ্রেরণা। আট থেকে আসি সকলের কাছেই অরিজিৎ সিং শুধু একটা নাম নয়, একটা গোটা জাতির আবেগ।

   

What arijit singh does with huge earning from live conserts

একেবারে শান্তশিষ্ট স্বভাবের সাদামাটা এই মানুষটির গানের গলার মতই আকর্ষণীয় তাঁর ব্যক্তিত্ব। আজ দেশের অন্যতম সেরা গায়ক (Singer) তিনি। কিন্তু তারপরেও খ্যাতির শীর্ষে পৌঁছেও অহংকার শব্দটা আজ পর্যন্ত ছুঁতে  পারেনি তাঁকে, এতটাই সাধারণ তিনি। সম্প্রতি এই একই কথা শোনা গেল বাংলার জনপ্রিয় কবি-গীতিকার-পরিচালক শ্রীজাত বন্দোপাধ্যায় (Srijato Bandopadhyay) -এর মুখেই।

অরিজিৎ সিং,Arijit Singh,শ্রীজাত বন্দোপাধ্যায়,Srijato Bandopadhayay,মানবজমিন,মন রে কৃষিকাজ,Mon Re Krisikaj,Manab Zameen Song,Manab Zameen,Arijit Singh Singing Fees

প্রসঙ্গত নতুন বছরের প্রথম সপ্তাহেই অর্থাৎ ৭ জানুয়ারি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শ্রীজাত পরিচালিত ছবি ‘মানবজমিন’। প্রথম সিনেমা মুক্তির আগেই সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সাথে এক খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন নতুন পরিচালক মশাই। এই সিনেমায় প্রথমবার রামপ্রসাদি গান ‘মন রে কৃষিকাজ জানো না’ গেয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন অরিজিৎ সিং। যা ইতিমধ্যেই লুপে বাজ্জে শুরু করেছে সর্বত্র।

কিন্তু এই গান গাওয়ার জন্য জাতীয় স্তরের সংগীতশিল্পী অরিজিৎ সিং-এর নেওয়া পারিশ্রমিক শুনলে চমকে যাবেন যে কেউ। এদিনের সাক্ষাৎকারে সেই সিক্রেট ফ্যানস করেই শ্রীজাত জানিয়েছেন অরিজিৎ নাকি প্রথমে  কোন পারিশ্রমিকই নিতে চাননি। কিন্তু প্রিয় দাদার জোরাজুরিতে শেষমেশ নাকি অরিজিৎ বলেছিলেন ‘আচ্ছা ঠিক আছে এক কাজ করো, আমি তো ফেস্টিভ্যাল উদ্বোধনে কলকাতায় যাচ্ছি, তখন তুমি আমাকে ১১টাকা দিয়ে দিও’।

কিন্তু উত্তরে শ্রীজাত অরিজিতকে বলেন ‘দেখো এটা তো সোনি এন্টারটেনমেন্ট কিনছে, তাদের তো কনট্রাক্টে বলা যাবে না অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছে’। তাই শেষমেশ একথা শুনে অরিজিৎ তাকে বলেন , ‘আচ্ছা ঠিক আছে শ্রীজাতদা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে’।

site