• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুন বছরে ছক্কা হাঁকালো অনুরাগের ছোঁয়া, কোথায় পঞ্চমী-জগদ্ধাত্রী? রইল চমকে দেওয়া TRP তালিকা

Published on:

5th January Bengali Serial TRP List Anurager Chowa topper where is Jagaddhatri Panchomi See complete List

দর্শকদের বিনোদন মানেই বাংলা সিরিয়াল (Bengali Mega Serial)। সন্ধ্যে নামলেই টিভির সামনে পছন্দের ধারাবাহিক দেখতে হাজির হয়ে যান সকলেই। তবে পছন্দের সিরিয়াল কতদিন চলবে সেটা নির্ভর করে TRP রিপোটের ওপর। যেটা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই এসপ্তাহের টিআরপি তালিকা বা বলা ভালো বছরের প্রথম তালিকা প্রকাশিত হয়ে গেছে।

বিগত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপারের স্থান ধরে রেখেছিল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। একদিকে বাড়ি সামলে অপরাধীর শায়েস্তা করা জ্যাসের অভিনয়ে ফিদা ছিলেন দর্শকেরা। তবে এবার নতুন বছরে সেটা পাল্টে গিয়েছে। জগদ্ধাত্রীকে টেক্কা দিয়েছে ষ্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ছোট্ট সোনা-রুপা আর দীপা-সূর্যের অভিনয় মন কেড়েছে সকলের। তাই বছরের শুরুতেই নতুন বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’।

8th December TRP list Jagaddhatri Bengal Topper where is Mithai Gouri See Complete Bengali Serial TRP List

টার্গের্ট রেটিং পয়েন্টের তালিকা অনুযায়ী ৮.৯ পয়েন্ট পেয়েছে সূর্য-দীপার কাহিনী। এরপর অল্প কিছু নম্বরে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী, প্রাপ্ত পয়েন্ট ৮.৫। তারপর শৈলমায়ের মুখোশ খুলে দিয়ে তৃতীয় স্থান দখল করেছে গৌরী এলো, প্রাপ্ত পয়েন্ট ৮.১। অবশ্য সিরিয়ালের ‘লেডি রঞ্জিতমল্লিক’ মিতুলও কম যায় না, এবারের তালিকায় ৭.৯ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘খেলনা বাড়ি’।  চলুন এবার সিরিয়ালের সেরা দশের তালিকা দেখে নেওয়া যাক।

টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :

অনুরাগের ছোঁয়া – ৮.৯ (প্রথম)
জগদ্ধাত্রী – ৮.৫ (দ্বিতীয়)
গৌরী এলো – ৮.১ (তৃতীয়)

খেলনা বাড়ি – ৭.৯
বাংলা মিডিয়াম, পঞ্চমী – ৭.৭
নিম ফুলের মধু – ৭.৪
গাঁটছড়া, আলতা ফড়িং – ৭.১
মিঠাই – ৭.০
রাঙা বউ – ৬.১

এক্কা দোক্কা – ৫.৯

এই সপ্তাহেই শুরু হয়েছে শ্রুতি দাসের নতুন সিরিয়াল ‘রাঙা বউ’। আর প্রথম সপ্তাহেই সেরা দশের মধ্যে চলে এসেছে নাম। অন্যদিকে শুরুতে দারুন পারফর্ম করলেও জনপ্রিয়তা কমে গিয়েছে পঞ্চমীর। তবে দর্শকদের জন্য এখনও চমক বাকি রয়েছে সম্প্রতি শুরু হয়েছে আরও একটি সিরিয়াল ‘মন দিতে চাই’। আর শীঘ্রই শুরু হতে চলেছে ‘বালিঝড়’ ও ‘মেয়েবেলা’ এই দুই সিরিয়াল।

প্রসঙ্গত, নতুন সিরিয়াল যেমন শুরু হচ্ছ তেমনি টিআরপির অভাবে একাধিক সিরিয়াল বন্ধও হয়ে যাচ্ছে। কিছুদিন আগেই শেষ হয়েছে বোধিসত্ত্বের বোধবুদ্ধি। এবার লক্ষী কাকিমা সুপারস্টার বন্ধ হতে চলেছে। এরই মাঝে মাঝে আবার শোনা যাচ্ছে বন্ধ হতে পারে আলতা ফড়িং।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥