এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। বুধবার দেখতে দেখতে দু’বছর সম্পূর্ণ করে ফেলল এই সিরিয়াল। এখন যেখানে শুরু হওয়ার ৩-৪ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে এক-একটি ধারবাহিক, সেখানে ‘মিঠাই’য়ের ক্ষেত্রে এটি যে বড় প্রাপ্তি সেটি আলাদা করে বলার দরকার পড়ে না। যত সময় যাচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে সিরিয়ালের (Bengali serial) জনপ্রিয়তাও।
২ বছর হয়ে গেলেও এখনও দর্শকদের মনের মণিকোঠায় নিজেদের স্থান ধরে রেখেছে ‘সিধাই’ জুটি। আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডুর জুটি এখনও দর্শকমহলে সুপারহিট। এখন যদিও মিঠাইরানী নেই, ধারাবাহিকে এন্ট্রি নিয়েছে মিঠি। মিঠি (Mithi)-সিডের (Siddhartha) ট্র্যাকও বেশ পছন্দ হচ্ছে দর্শকদের।
‘মিঠাই’য়ের নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকে এখন মিঠাইরানীর মৃত্যু রহস্য সমাধানের ট্র্যাক চলছে। আর রহস্য সমাধানের সূত্র ধরেই ধারাবাহিকে এন্ট্রি নেবেন টলিউড সুপারস্টার অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। ইতিমধ্যেই এই খবর দর্শকরা জেনে গিয়েছেন। এবার পর্দার মিঠির সঙ্গে টলি সুপারস্টারকে রোম্যান্সে ডুব দিতে দেখা গেল। যা দেখে মন গলেছে নেটিজেনদেরও।
বুধবার অঙ্কুশ নিজের সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি এবং মিঠি রঙমিলান্তি করে কালো রঙের পোশাক পরেছেন। টলি অভিনেতার বাহুডোরে রয়েছে মিঠি। আর দূর থেকে তা হাঁ করে দেখছেন উচ্ছেবাবু।
তবে সিডি বয়ের অনুরাগীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। অঙ্কুশ সিরিয়ালে পাকাপাকিভাবে এন্ট্রি নিচ্ছেন না। বৃহস্পতিবারের পর্বে তিনি এবং অভিনেত্রী সন্দীপ্তা সেন তাঁদের আগামী ওয়েব সিরিজ ‘শিকারপুর’এর প্রচার করতে আসবেন। অঙ্কুশের শেয়ার করা ছবি দেখেই বোঝা যাচ্ছে, মনোহরায় কোনও পার্টি চলছে। সেখানে উপস্থিত রয়েছে সম্পূর্ণ হল্লা পার্টির সদস্যরা। সেই জমজমাট সেলিব্রেশনই আরও দ্বিগুণ হয়ে উঠবে অঙ্কুশ-সন্দীপ্তার উপস্থিতিতে।
প্রসঙ্গত, অঙ্কুশ-সন্দীপ্তার আসন্ন ওয়েব সিরিজ ‘শিকারপুর’ রিলিজ করতে আর মাত্র হাতেগোনা কয়েকদিনের অপেক্ষা। দর্শকদের ট্রেলার বেশ পছন্দ হয়েছে। এখানে টলি অভিনেতাকে ‘কেষ্ট’ নামের এক গোয়েন্দার চরিত্রে দেখা যাবে। সিরিজে খুনিকে ধরে দেওয়ার গুরুদায়িত্ব পড়েছে তাঁর ওপর। অপরদিকে সিদ্ধার্থও তাঁর স্ত্রী মিঠাইয়ের খুনিদের খোঁজ চালাচ্ছেন। অতএব অঙ্কুশের আগমনে ‘মিঠাই’য়ের ট্র্যাক যে ধামাকেদার মোড় নেবে তা বুঝতে দর্শকদের কোনও অসুবিধা হচ্ছে না।