• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ মুহূর্তে দুই সিরিয়াল থেকে বাদ, অবশেষে মুখ খুললেন পর্দার ‘তারা মা’ নবনীতা দাস

বাংলা টেলিভিশনের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন নবনীতা দাস (Nababita Das)। যদিও ছোট পর্দার দর্শকদের কাছে তারা মা নামেই বেশি পরিচিত তিনি। গত বছরের টিভির পর্দায় শেষ হয়েছে নবনীতা অভিনীত স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapith Tarapith)। এই ধারাবাহিকে মা তারার চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন নবনীতা।

প্রসঙ্গত এই সিরিয়াল শেষ হওয়ার পর টিভির পর্দায় অভিনেত্রীকে শেষবার দেখা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় নন ফিকশন রিয়েলিটি শো ইসমার্ট জোড়ি-তে।  এই শোতে স্বামী তথা অভিনেতা জিতু কোমলের  সাথে দেখা গিয়েছিল নবনীতাকে। দর্শকরা দারুণ পছন্দ করেছিলেন তাদের জুটিটাকেও। দীর্ঘদিনের অভিনয় জীবনে নবনীতা অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় সব মেগা সিরিয়ালে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,নবনীতা দাস,Nababita Das,বাদ,Rejected,সাধক রামপ্রসাদ,Sadhak Ramaprasad,পঞ্চমী,Panchami

প্রসঙ্গত একসময় ‘অর্ধাঙ্গিনী’ সিরিয়ালের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন নবনীতা। এই ধারাবাহিকে অভিনয় করার সূত্রেই তার সাথে পরিচয় হয়েছিল জীতু কোমলের। পরবর্তীতে বিয়ে হয়েছে তাদের। প্রসঙ্গত স্টার জলসার পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে স্টার জলসার নতুন মেগা সিরিয়াল ‘পঞ্চমী’। শুরুর দিকে জানা গিয়েছিল এই সিরিয়ালের মুখ্য চরিত্রে প্রথমে নবনীতার অভিনয় করার কথা ছিল।

কিন্তু পরবর্তীতে পঞ্চমী থেকে বাদ পড়েন নবনীতা। কিন্তু তারপরেও শোনা যায় স্টার জলসার আসন্ন নতুন সিরিয়াল ‘সাধক রামপ্রসাদ’-এ মা কালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার প্রস্তাব গিয়েছিল তার কাছে। এমনকি লুক সেট হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে প্রোমো শুট এর আগে তাকে জানানো হয় তিনি ওই প্রজেক্টের অংশ হবেন না।

বাংলা সিরিয়াল,Bengali Serial,নবনীতা দাস,Nababita Das,বাদ,Rejected,সাধক রামপ্রসাদ,Sadhak Ramaprasad,পঞ্চমী,Panchami

এইভাবে পরপর দুটি সিরিয়াল থেকে বাদ পড়ার পর সম্প্রতি হিন্দুস্তান টাইমস বাংলায় এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী। সেখানে তিনি জানিয়েছেন ‘আমিও বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে!’ পঞ্চমী প্রসঙ্গে নবনীতা বলেন, ‘সাহানাদি মনে হয় একটু নতুন মুখ চাইছিলেন।’

অন্যদিকে, নবনীতা জানান সাধক রামপ্রসাদের ক্ষেত্রে লুকও সেট হয়ে গিয়েছিল তাঁর। এমনকি প্রোমোর শ্যুটিংয়ের জন্য তার থেকে তারিখও নেওয়া হয়েছিল। কিন্তু পরে তাকে এই প্রজেক্ট থেকেই বাদ দিয়ে দেওয়া হয়। তবে এইভাবে বাদ পড়তে পড়তে বিরক্ত অভিনেত্রী নিজেও তাই অভিনেত্রীর কথায় ‘এই কয়েকবছরে এগুলো এতো ঘটেছে যে আজকাল আর খারাপ লাগে না। কিন্তু কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না’।

site