• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘গদর ২’ থেকে ‘সিংহম ৩’, ২০২৩-এ বক্স অফিস কাঁপাতে তৈরী বলিউডের এই ৬ সিনেমা

Published on:

6 Bollywood Movies ready to rock Box office in 2023 Gadar 2 SIngham 3 and others

২০২২ সাল বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। একের পর এক সিনেমা রিলিজ করেছে আর সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে ২০২৩ সালে ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছে ইন্ডাস্ট্রি। আর বাঁধবে নাই বা কেন! কারণ এই বছরই রিলিজ করতে চলেছে একাধিক ব্লকবাস্টার সিনেমা। সেই সঙ্গেই বক্স অফিসে ঝড় তুলতে আসছে বহু সুপারহিট ছবির সিক্যুয়েলও। আজকের প্রতিবেদনে চলতি বছর রিলিজ হতে চলা ৬টি ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েলের (Sequel) নাম তুলে ধরা হল।

সিংঘম ৩ (Singham 3) – ‘সিংঘম’ এবং ‘সিংঘম ২’এর গগনচুম্বী সাফল্যের পর আসছে ‘সিংঘম ৩’। বহু বছরের অপেক্ষা শেষে ফের একবার জুটি বাঁধছেন অজয় দেবগণ এবং রোহিত শেট্টি। অজয় নববর্ষ শুরুই করেছেন এই ছবির স্ক্রিপ্ট পড়ার মাধ্যমে। শীঘ্রই শুরু হবে ছবির কাজ।

Ajay Devgn as Singham

টাইগার ৩ (Tiger 3) – বলিউডের ‘ভাইজান’এর ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিও এই বছরই আসছে। ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’র পর আসছে ‘টাইগার ৩’। ফের একবার জুটিতে দেখা যাবে সলমন খান এবং ক্যাটরিনা কাইফকে। এছাড়াও ‘পাঠান’ শাহরুখ খানকেও ছবিতে ক্যামিও করতে দেখা যাবে বলে জানা গিয়েছে।

Tiger 3

ওহ মাই গড ২ (OMG 2) – অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল অভিনীত ‘ওহ মাই গড’ ছবিটি দর্শকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিল। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল স্যাটায়রিকাল কমেডি ঘরানার এই সিনেমা। শীঘ্রই আসছে এই ছবির দ্বিতীয় ভাগ। ‘ওহ মাই গড ৩’তে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়ামি গৌতমকে।

OMG 2

ড্রিম গার্ল ২ (Dream Girl 2) – কমেডি ঘরানার ‘ড্রিম গার্ল’ ছবিতে পূজার চরিত্রে অভিনয় করে দর্শকদের হাসিয়েছিলেন আয়ুষ্মান খুরানা। সেই ছবিতে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রী নুসরত ভারুচ্চাকে। এবার শীঘ্রই আসছে ‘ড্রিম গার্ল ২’। নায়িকা অবশ্য অনন্যা পাণ্ডে। এছাড়াও বিজয় রাজ, অভিষেক ব্যানার্জি, অন্নু কাপুর, পরেশ রাওয়ালের মতো একাধিক নামী অভিনেতাকে দেখা যাবে এই সিনেমায়।

Dream Girl 2

গদর ২ (Gadar 2) – আনিল শর্মা পরিচালিত ‘গদরঃ এক প্রেম কথা’ রিলিজ করেছে দেখতে দেখতে ২২ বছর হয়ে গিয়েছে। কিন্তু দর্শকদের মধ্যে এখনও ছবিটির জনপ্রিয়তা দেখার মতো। এবার শীঘ্রই আসছে ‘গদর ২’। দীর্ঘ ২২ বছর পর ফের একবার পর্দায় ফিরছে তারা এবং সাকিনার জুটি।

Gadar 2

ফুকরে ৩ (Fukrey 3) – দর্শকদের হাসাতে এই বছর ফের আসছে কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ফুকরে’র তৃতীয় ছবি। আগের দুই ছবির মতোই এই ছবিতে অভিনয় করছেন পুল্কিত সম্রাট, বরুণ শর্মা, মনজ্যোত সিং এবং রিচা চাড্ডা।

Fukrey 3

তবে ‘ফুকরে’ ছবির জাফর তথা আলি ফজলকে ‘ফুকরে ৩’তে দেখা যাবে না। অভিনেতার অন্য ছবির শিডিউলের সঙ্গে সমস্যা হওয়ার কারণে শেষ মুহূর্তে তিনি ছবি থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥