টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের মেলা। গত কয়েকমাসেই একের পর এক শুরু হয়েছে নতুন নতুন মেগা সিরিয়াল। এই তালিকায় নতুন বছরের নবতম সংযোজন জি বাংলার ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)। প্রতিদিন রাত সাড়ে দশটা থেকে টিভির পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই মেগা সিরিয়াল।এই সিরিয়ালের হাত ধরে নায়ক নায়িকার চরিত্রে দর্শকরা উপহার পেয়েছেন এক নতুন জুটি।
এই সিরিয়ালের নায়ক সোমরাজ চরিত্রে অভিনয় করছেন এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের নায়ক সাত্যকি অভিনেতা ঋত্বিক মুখার্জী এবং তার বিপরীতে তিতির চরিত্রে দেখা যাচ্ছে ‘আয় তবে সহচরী’ খ্যাত বরফি অভিনেত্রী অরুনিমা হালদারকে। সবেমাত্র একদিন হয়েছে টিভির পর্দায় শুরু হয়েছে এই ধারাবাহিক। প্রথম সম্প্রচার হওয়ার পর এখনও পর্যন্ত দর্শকমহলে এই সিরিয়াল নিয়ে বেশ পজিটিভ প্রতিক্রিয়াযই পাওয়া গিয়েছে।
ধারাবাহিকে স্বাধীনচেতা নায়িকা তিতিরের স্বপ্ন নামি ফ্যাশন ডিজাইনার হওয়ার। অন্যদিকে গুরু গম্ভীর নায়ক সোমরাজ মেয়েদের সহ্য করতে পারে না একদমই। তার কথায় ‘একজন চোর মেয়ে, পরিশ্রমী,উচ্চাকাঙ্খী মেয়ের থেকে অনেক ভালো’। সে মনে করে পৃথিবীতে ছেলেদের কখনো মেয়েদের সাহায্য প্রয়োজন হয় না। কোন এক অজানা কারণে মেয়েদের সম্পর্কে এমনই একাধিক ভুল ধারণা রয়েছে তার মনে।
এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে রিক্সা থেকে নামতে গিয়ে রিক্সার পেরেকে খোঁচা লেগে তার জামার এককোণা ছিড়ে গিয়েছে। তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু বাজে ছেলে তাকে দেখে টোন কাটা শুরু করে। তখন সেখানে হঠাৎ এসে তার গায়ে ব্লেজার চাপিয়ে দেয় সোমরাজ। শুধু তাই নয় সেই সাথে তিতিরকে স্পষ্ট জানিয়ে দেয় ‘রাস্তাঘাটে বেরোলে মেয়েদের সবসময় ছেলেদের দরকার হয়’।
এরপরেই দেখা যায় এক ডেলিভারি বয় সোমরাজের কাছে একটা প্যাকেট আর তার বিল ধরিয়ে দেয়। তখন পকেটে হাত দিয়ে টাকা বার করতে গিয়ে দেখে মানিব্যাগটাই নেই। তখনই তার সামনে এসে মানিব্যাগ ধরিয়ে দিয়ে তিতির বলে ‘আপনার মানিব্যাগ ব্লেজারের পকেটে ছিল’। সেই সাথে তখন তাকে ঠুকে তিতির জানিয়ে দেয় ‘জীবনে চলার পথে আসলে কেউ কখনই বলতে পারেনা কখন কার কাকে প্রয়োজন পড়ে’।