• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিনোদনের মেলা! বছরের শুরুতেই ধারাবাহিকের ছড়াছড়ি, রইল নতুন সমস্ত মেগা সিরিয়ালের তালিকা

Published on:

List of new bengali serial in new year

টেলিভিশনের পর্দায় এখন বাংলা সিরিয়ালের পাশাপাশি বাড়ছে নন ফিকশন রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তা। আর নতুন বছরের শুরুতেই টিভির পর্দায় সমাগম হয়েছে এক গুচ্ছ নতুন সিরিয়াল আর রিয়ালিটি শোয়ের। গত সপ্তাহেই পুরনো বছরের সাথে শেষ হয়েছে একগুচ্ছ সিরিয়াল। সেই সাথে শেষ হয়েছে বেশ কিছু নন ফিকশন শো। স্টার জলসা হোক কিংবা অথবা অন্যান্য বিনোদনমূলক চ্যানেল সবার ক্ষেত্রেই ছবিটা প্রায় একই।

১) ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) : জি বাংলার পর্দায় বছরের দ্বিতীয় দিনেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক মন দিতে চাই। এই সিরিয়ালের নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে ‘আয় তবে সহচরি’তে বরফি চরিত্রের অভিনেত্রী অরুণীমা হালদারকে ধারাবাহিকে তার বিপরীতে রয়েছেন ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের সাত্যকি  অভিনেতা ঋত্বিক মুখার্জি। এবার থেকে জি বাংলার পর্দায় প্রতিদিন রাত সাড়ে দশটা থেকে সম্প্রচারিত হবে এই মেগা সিরিয়াল।

Mon Dite Chai promo, Mon Dite Chai

২) সাহিত্যের সেরা সময় (Sahityer Sera Somoy): সোমবার ২ জানুয়ারি  থেকে আকাশ আটে শুরু হয়েছে আরো একটি নতুন ধারাবাহিক ‘সাহিত্যের সেরা সময়’। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ সব গল্পগুলোকে ধারাবাহিকের আকারে তুলে ধরা হবে এই নতুন সিরিয়ালে। প্রথম গল্প হিসেবে ইতিমধ্যেই  দেখানো শুরু হয়েছে ;শ্বেত পাথরের থালা’। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় টিভির পর্দায় দেখা যাবে এই সিরিয়াল।

Mithai serial Rudra actor Fahim Mirza will play a different role in a new serial anm

৩) বালিঝড় (Balijhor):স্টার জলসার নতুন ধারাবাহিকের লম্বা তালিকায় রয়েছে লীনা গাঙ্গুলীর লেখা আরও একটি নতুন সিরিয়াল বালিঝড়। প্রকাশ্যে আসা প্রমোতে দেখা যাচ্ছে এই ধারাবাহিকে মুখ্য চরিত্র দেখা যাচ্ছে তিন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে। তাদের মধ্যে অন্যতম হলেন খড়কুটো  সিরিয়ালের গুনগুন, সৌজন্য জুটিকে। দেখা যাচ্ছে লালন অভিনেতা ইন্দ্রাশিষ রায়কে। এছাড়াও এই সিরিয়ালের হাত ধরেই বাংলা সিনেমার যস্বর্ণযুগের দুই অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়কে একসাথে দেখতে পাবেন দর্শক।

Balijhor

 

৪) মেয়েবেলা (Meyebela): এছাড়াও তালিকায় রয়েছে স্টার জলসার আরও একটি নতুন ধারাবাহিক মেয়েবেলা। রূপা গাঙ্গুলী অভিনীত এই ধারাবাহিকের নায়িকা চরিত্রে থাকছেন স্বীকৃতি মজুমদার এবং অর্পণ ঘোষাল। নতুন বছরের শুরুতেই অর্থাৎ এই জানুয়ারি মাস থেকেই টিভির পর্দায় এই ধারাবাহিকের সম্প্রচার শুরুহওয়ার কথা রয়েছে। যদিও এখনো পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে সম্প্রচারের সময় তারিখ জানানো হয়নি কিছুই।

মন দিতে চাই,Mon Dite Chai,সাহিত্যের সেরা সময়,Sahityer Sera Somoy,ঘরে ঘরে জী বাংলা,Ghore Ghore Zee Bangla,মেয়েবেলা,Meyebela,বালিঝড়,Balijhor,সুপার সিঙ্গার ৪,Super Singer 4

৫) ঘরে ঘরে জী বাংলা (Ghore Ghore Zee Bangla): জি বাংলা রান্নাঘরের দীর্ঘ ১৭ বছরের যাত্রা শেষ করে দোসরা জানুয়ারি থেকেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে ছোট পর্দার গোয়েন্দা গিন্নী অভিনেত্রী ইন্দ্রানী হালদারের নতুন নন ফিকশন রিয়েলিটি শো ঘরে ঘরে জী বাংলা। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত আধঘন্টা করে সম্প্রচারিত হবে এই শো।

Indrani Haldar's new game show Ghore Ghore Zee Bangla's promo on air

৬) সুপার সিঙ্গার ৪ (Super Singer 4): এছাড়া বছরের শুরু দিনেই শেষ হয়েছেন স্টার জলসার অন্যতম জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স জুনিয়র সিজন ৩।  আগামী সপ্তাহে এই শোয়ের জায়গা নিতে চলেছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় গানের রিয়ালিটি শো সুপার সিঙ্গার ৪। গত সিজনের মতো এই সিজনেও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। এছাড়া এই শোয়ের বিচারকের আসনে এ বছর থাকছেন জাতীয় স্তরের সংগীত শিল্পী শান মোনালি ঠাকুর এবং বাংলার রূপম ইসলাম।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥