• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যমুনার খোকা হল নাকি? শ্বেতার কোলে খুদে দেখেই চরম কৌতূহল নেটিজেনদের

Published on:

Swata Bhattacharya with Cute baby photo viral on social media

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে জি বাংলার নতুন সিরিয়াল ‘সোহাগ জল’ (Sohag Jol)-এ। এরই মধ্যে বড়দিনের আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে শ্বেতার প্রথম সিনেমা ‘প্রজাপতি'(Prajapati)। প্রথম সিনেমাতেই দেবের মতো একজন সুপারস্টারের বিপরীতে অভিনয় করে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী

তবে বড়পর্দায় পা রাখলেও শ্বেতা কিন্তু আজও ছোটপর্দার দর্শকদের কাছে যমুনা নামেই বেশি পরিচিত।প্রসঙ্গত জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) তে মুখ্য চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। এই মেগা সিরিয়ালে শ্বেতার নায়ক সংগীত চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা রুবেল দাস (Rubel Das)।

Actress Sweta Bhattacharya opens up about her marriage plan with co-actor Rubel Das

যমুনা ঢাকি শেষ হওয়ার পর রুবেলও ইতিমধ্যেই ফিরেছেন জি বাংলারই নতুন ধারাবাহিকে। তাকে এখন দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে। প্রসঙ্গত এই মুহূর্তে টেলিপাড়ায় রুবেল-শ্বেতার প্রেম ওপেন সিক্রেট। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে রুবেল জানিয়েছিলেন শ্বেতার সাথে তার পরিচয় অনেকদিনের হলেও, যমুনা ঢাকি সিরিয়ালের হাত ধরেই বন্ধুত্ব গভীর হয়েছে তাদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,শ্বেতা ভট্টাচার্য,Sweta Bhattacharya,সোহাগ জল,Sohag Jol,প্রজাপতি,Prajapati,রুবেল দাস,Rubel Das,যমুনা ঢাকি,Jamuna Dhaki

এখন চুটিয়ে কাজ করার পাশাপাশিই খুল্লামখুল্লা প্রেমও করছেন তারা দুজন। সোশ্যাল মিডিয়ার পাতায় মাঝেমধ্যেই ধরা পড়ে তাদের সেইসব মিষ্টি মুহূর্তের ছবি। এরইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পর্দার যমুনা ঢাকির একটি ছবি ভাইরাল হয়ে পড়েছে। আর সেই ছবিতে দেখা যাচ্ছে নতুন বছরের শুরুতেই এক ফুটফুটে মিষ্টি সদস্যকে কোলে নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী।

Sweta Bhattacharya's with a newborn baby photo goes viral

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমার তুতাই’। ক্যাপশন পড়ে কমেন্ট সেকশনে শ্বেতার উদ্দেশ্যে  প্রেমিক রুবেলের প্রশ্ন ‘শুধু তোর নাকি? আমারও’। উত্তরে সম্মতি জানিয়ে শ্বেতাও লিখেছেন ‘হ্যাঁ তো’। অন্যদিকে এই মিষ্টি ছবি দেখে এক কৌতূহলী নেটিজেন জানতে এই বাচ্চাটি তার কিনা? উত্তরে যদিও না লিখেছেন পর্দার যমুনা ঢাকি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥