বাংলা সিনেমা (Tollywood Cinema) এখন আর শুধুমাত্র বাংলাতেই সীমাবদ্ধ নেই। বাংলা সিনেমার খ্যাতি ছড়িয়ে পড়েছে গোটা দেশে। সম্প্রতি ফের একবার দেব-মিঠুন চক্রবর্তীর হাত ধরে জাতীয় স্তরে উজ্জ্বল হল টলিউডের (Tollywood) নাম। সেই সঙ্গেই বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য রেকর্ডও গড়লেন সুপারস্টার দেব (Dev)।
গত কয়েকদিন ধরেই ‘প্রজাপতি’ (Projapoti) বিতর্কে সরব গোটা বাংলা। জনৈক এক ব্যক্তি দাবি করেছিলেন, বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ‘প্রজাপতি’ সিনেমায় নেওয়া হয়েছে বলে ছবিটি ফ্লপ হবে। এরপর থেকেই শুরু হয় এক বিতর্ক। নিন্দুকদের মুখে ঝামা ঘষে প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে দেব-মিঠুনের এই ছবি। সিনেপ্রেমী মানুষরা প্রমাণ করে দিলেন বিনোদনের দুনিয়ায় রাজনীতির কোনও জায়গা নেই।
দেব-মিঠুন অভিনীত এই সিনেমা নন্দনে শো পায়নি। গুঞ্জন শোনা গিয়েছিল, মিঠুন ছবিতে আছেন বলেই নাকি নন্দনে স্থান দেওয়া হয়নি ‘প্রজাপতি’কে। কিন্তু তাতে কী যায় আসে! বাকি সব হলে রমরমিয়ে চলছে এই সিনেমা। বছরের প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলে নতুন রেকর্ড গড়েছে ‘প্রজাপতি’।
বাংলা ছবির ক্ষেত্রে প্রথম দিনেই বক্স অফিসে ১ কোটি টাকা আয় করার রেকর্ড দেবের দখলেই ছিল। ‘অ্যামাজন অভিযান’ ছবির মাধ্যমে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার ‘প্রজাপতি’র মাধ্যমে নিজের গড়া রেকর্ড নিজের ভাঙলেন টলি সুপারস্টার। নতুন বছরের প্রথম দিনেই এক কোটি টাকার বেশি আয় করেছে দেব-মিঠুনের এই সিনেমা।
বছরের শেষে ‘প্রজাপতি’র সঙ্গে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ-নন্দিতার ‘হামি ২’ এবং ইন্দ্রনীল সেনগুপ্তের ‘হত্যাপুরী’। তবে বক্স অফিস কালেকশনের নিরিখে দুই ছবিকেই পিছনে ফেলে দিয়েছে দেব-মিঠুনের সিনেমা। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রথম সপ্তাহে ২ কোটি ১৭ লাখ টাকা আয় করেছে ‘প্রজাপতি’। এরপর বছরের প্রথম দিনেই ১ কোটি টাকার ওপর কামিয়েছে এই সিনেমা।
চলতি বছরের শুরুতেই ‘প্রজাপতি’র গড়া এই অনন্য রেকর্ডের কথা অজন্তা সিনেমা হলের কর্ণধার-ডিস্ট্রিবিউটার শতদীপ সাহা টুইট করে জানিয়েছেন। দেব নিজে সেই টুইট রিটুইট করেন। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহেও বক্স অফিসে রাজত্ব করছে ‘প্রজাপতি’। ১৮৯ থেকে শো সংখ্যা বাড়িয়ে ২৮৯’এ এসে দাঁড়িয়েছে। দর্শকদের মধ্যে ‘প্রজাপতি’ নিয়ে যেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে, এই ছবি আগামী দিনে বক্স অফিসে আরও কিছু রেকর্ড গড়লে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না।