বাংলা সিরিয়ালের (Bengali Serial) জনপ্রিয় অভিনেত্রী হলেন সৃজলা গুহ (Srijla Guha)। একটা সিরিয়াল করেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে সৃজলা অভিনীত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মন ফাগুন’ (Mon Phagun)। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন সৃজলা।
সিরিয়ালে পিহুর চরিত্রে তাঁর সাবলীল অভিনয় অল্পদিনেই মন ছুঁয়েছে সিরিয়ালপ্রেমী দর্শকদের। ধারাবাহিকে তাঁর বিপরীতে নায়ক ঋষিরাজ সেন শর্মার চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেতা শন ব্যানার্জি। টিভির পর্দায় তাদের দুর্দান্ত রসায়ন দারুন হিট করেছিল দর্শক মহলে। তবে মনফাগুন শেষ হওয়ার পর থেকে এখনও পর্যন্ত নতুন কোন কাজে ফেরেননি অভিনেত্রী।
কিন্তু বরাবরই সোশ্যাল মিডিয়ার বেশ একটিভ থাকেন সৃজলা। নিজের নানান ছবি এবং ভিডিও পোস্ট করে অনুরাগীদের সমস্ত আপডেট দিয়ে থাকেন তিনি। সেই সব ছবি আর ভিডিওতে লাইক কমেন্টে ভরিয়ে দেন তার অসংখ্য অনুরাগী। হট অ্যান্ড বোল্ড লুক অভিনেত্রীর সেসব ছবি দেখে এই প্রচন্ড শীতেও রীতিমতো ঘাম ঝরতে থাকে নেটিজেনদের।
এতদিনে সকলেই জানেন অভিনয়ের পাশাপাশি নাচেও দারুন পারদর্শী সৃজলা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাদের সেই নাচের ঝলক চোখে পড়ে। সম্প্রতি কালো রংয়ের ওয়েস্টার্ন পোশাকে ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও আপলোড করেছিলেন অভিনেত্রী। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এখনকার ভীষণ ট্রেন্ডিং একটি গানের কিছু নাচের স্টেপ করছেন সৃজলা।
View this post on Instagram
ক্যাপশনে তিনি লিখেছেন এই নাচের স্টেপগুলোর প্রতি তিনি আসক্ত হয়ে পড়েছেন। ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর অসংখ্য অনুরাগী। প্রসঙ্গত এমনিতে অভিনয়ের পাশাপাশি সৃজলার নাচেরও দারুন ফ্যান তার অনুরাগীরা। এই ভিডিওটির কমেন্ট সেকশনে চোখ রাখলেই তার অভ্যাস মেলে সহজেই।