• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেশজুড়ে উড়ছে স্বপ্নের ‘প্রজাপতি’! টনিকের পর গগনচুম্বী সাফল্য, নতুন বছরে বিরাট সুখবর দিলেন দেব

Published on:

Superstar Dev anounced his upcoming dream project

বাংলার গণ্ডি ছাড়িয়ে গোটা দেশজুড়ে উড়ছে প্রজাপতি (Projapoti)।  সিনেমাপ্রেমীদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যা মুক্তি পেয়েছে গত বছরের বড়দিনের আগেই ২৩ ডিসেম্বর। প্রসঙ্গত শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলার দুই প্রজন্মের দুই জনপ্রিয় সুপারস্টার দেব অধিকারী (Dev Adhikari) এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) অভিনীত এই সিনেমা।

দীর্ঘ ৭ বছর পর বড় পর্দায় আরও একবার বাবা ছেলের চরিত্রে অভিনয় করেছেন দেব মিঠুন। এছাড়াও এই সিনেমায় রয়েছে একাধিক চমক। মৃণাল সেনের পরিচালনায় ‘মৃগয়া’ ছবিতে একসাথে জুটি বাঁধার ৪ দশক পর আরো একবার এই সিনেমায় একসাথে স্ক্রিন শেয়ার করেছেন মিঠুন-মমতা শঙ্করের (Mamata Shankar) জুটি।  তাই শুরু থেকেই এই সিনেমা নিয়ে দর্শকমহলে কৌতুহল ছিল চোখে পড়ার মতো।

প্রজাপতি,Projapoti,দেব অধিকারী,Dev Adhikari,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,আসন্ন প্রজেক্ট,Upcoming Project,স্বপ্নের প্রজেক্ট,Dream Project

আর মুক্তির পর হল ফেরত দর্শকদের প্রতিক্রিয়া দেখে একথা বলাই যায় অভিনেতা প্রযোজক দেব কিংবা বলিউডের ডিস্কো কিং মিঠুন চক্রবর্তী নিরাশ করেননি তাঁদের ভক্তদের। প্রসঙ্গত ‘টনিক’-এর পর এই নিয়ে প্রযোজক অতনু রায় চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেনের সাথে এটা দেবের দ্বিতীয় সিনেমা। যা বছরের প্রথম দিনই তৈরি করেছে নতুন রেকর্ড। প্রসঙ্গত নতুন বছর ২০২৩ সালের শুরুতেই দারুন খুশির খবর নিয়ে এসেছে প্রজাপতি।

প্রজাপতি,Projapoti,দেব অধিকারী,Dev Adhikari,মিঠুন চক্রবর্তী,Mithun Chakraborty,আসন্ন প্রজেক্ট,Upcoming Project,স্বপ্নের প্রজেক্ট,Dream Project

পশ্চিমবঙ্গ তো আছেই পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরেও প্রজাপতির জন্য ঝুলছে হাউসফুল বোর্ড। আর একথা নিজের মুখেই জানিয়েছেন খোদ অভিনেতা দেব। এদিন ফেসবুক লাইভে এসে দেব-অতনু, এবং অভিজিৎ ত্রয়ী জানিয়েছেন গোটা দেশজুড়ে হৈ হৈ করে প্রজাপতি দেখতে যাওয়ার গল্প।


শুধু তাই নয় এদিন দর্শকদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দেব বলেছেন  ‘আগামী ২২ ডিসেম্বর ২০২৩ আমরা ফিরছি আমাদের স্বপ্নের ছবি নিয়ে। ছবির নাম ও অভিনেতা অভিনেত্রীদের নাম ঘোষণা করা হবে খুব তাড়াতাড়ি’। অর্থাৎ টনিক, আর প্রজাপতির পর আবারও নতুন প্রজেক্ট নিয়ে ফিরতে চলেছেন এই অভিনেতা, প্রযোজক,পরিচালক ত্রয়ী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥