বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের একজন টেলি অভিনেতা হলেন রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharjee)। যদিও এখন তাঁর তৈরী হয়েছে আরও একটা পরিচয়। স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর ‘ভাসান বাপি’ (Vasan Bapi) রূপেও বেশ পরিচিত তিনি। গতকালই টিভির পর্দায় শেষ হয়েছে এই নাচের রিয়ালিটি শো।
প্রসঙ্গত জি বাংলায় রোহন অভিনীত ‘অপরাজিতা অপু’ সিরিয়াল শেষ হওয়ার পর এখনও পর্যন্ত তাকে নতুন কোন সিরিয়ালে দেখা যায়নি। কিন্তু সিরিয়াল না করলেও এই মুহূর্তে রোহনের হাতে রয়েছে ঠাসা কাজ। এতদিন দর্শক তাকে দেখেছেন ছোট পর্দায় ভাসান বাপি রূপে। এছাড়া কখনও সিনেমা আবার কখনও ওয়েব সিরিজ একের পর এক অভিনেতার কাছে আসছে নিত্যনতুন কাজের অফার।
এরইমধ্যে কিছুদিন আগেই জানা গিয়েছিল রোহন অভিনয় করছেন বাংলার জনপ্রিয় ফুটবলার দিব্যেন্দু বিশ্বাসের (Dibyendu Biswas) ওপর তৈরি সিনেমা ‘দিপু’ (Dipu)-তে। এছাড়া কিছুদিন আগেই জানা গিয়েছে রোহনের কাছে এসেছে টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের সাথে অভিনয়ের প্রস্তাব। সদ্য প্রকাশ্যে এসেছে হইচই এর এই ওয়েব সিরিজ ‘জাতিস্বর’-এ মধুমিতার বিপরীতে জুটি বাঁধবেন রোহন।
ইতিমধ্যেই আসন্ন এই ওয়েব সিরিজের শুটিংও শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে সম্প্রতি সিটি সিনেমার সাথে এক খোলামেলা সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেতা রোহান ভট্টাচার্য। খাওয়া দাওয়া,শরীরচর্চা থেকে শুরু করে এদিন অভিনেতা মুখ খুলেছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা তথা ‘মনফাগুন’ অভিনেত্রী সৃজলা গুহ (Srijla Guha) সম্পর্কেও। রোহন জানিয়েছেন এমনিতে বরাবরই তিনি খেতে ভালোবাসে গত দুমাস সব ছেড়ে সিঁধ খাবার আর শরীরচর্চায় মন দিয়েছেন তিনি।
এছাড়া সাক্ষাৎকারে রোহানের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ উঠলে খুব স্বাভাবিকভাবেই উঠে আসে তার প্রাক্তন প্রেমিকার সৃজলা গুহার কথা। রোহন জানান অভিনয়ে আসার অনেক আগে থেকেই তাদের বন্ধুত্ব।তারা খুব ছোট থেকে একে অপরের বন্ধু ছিলেন। সেই থেকে তাদের সম্পর্কটা একসময় পরিণতি পায়।
কিন্তু গত বছরে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। তবে সম্পর্কে না থাকলেও রোহন জানান তাদের বন্ধুত্বটা আগের মতোই আছে। আর তারা সবসময় একে অপরের ভালো চান। তাই শুধু সুন্দর স্মৃতি গুলোই এখন রোহন মনে রাখতে চান। তবে এদিন রোহন এদিন বলেন তিনি কোনোদিন ভাবতে পারেননি তারা আলাদা হবেন। তাছাড়া তিনি জানান এখনও তিনি সৃজিলাকে মিস করেন।