ভারতের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় সবার আগেই নাম উঠে আসে মুকেশ আম্বানির (Mukesh Ambani)। দেশে তো বটেই গোটা বিশ্বে তাকে চেনে না এমন মানুষ কমই রয়েছে। কয়েক হাজার কোটি টাকার মালিক মিস্টার আম্বানি সম্প্রতি ছোট ছেলে অনন্ত আম্বানির (Anant Ambani) বিয়ে দিয়েছেন। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টর (Radhika Merchant) সাথে সাত পাকে বাঁধা পড়ছেন আম্বানীপুত্র। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে বাগদান পর্ব। আম্বানি পরিবারের এই নববধূকে নিয়েই এখন সরগরম নেটপাড়া।
রাজস্থানের নাথওয়ারা শ্রীনাথ মন্দিরে সম্পন্ন হয়েছে অনন্ত-রাধিকার বাগদান পর্ব। নেটিজেনদের মতে কোটিপতি ব্যবসায়ীর ছেলেকে বিয়ে করে কপাল খুলে গেছে রাধিকার। কিন্তু কে এই রাধিকা? কিভাবে পরিচয় থেকে প্রেম? আর কেনই বা লক্ষ লক্ষ মেয়ের মধ্যে থেকে রাধিকাকেই নিজের পুত্রবধূ করলেন মুকেশ আম্বানি? এমন সমস্ত প্রশ্নের উত্তরের জন্য হন্যে হয়ে রয়েছেন সকলেই।
চলুন এবার আম্বানি পরিবারে নবাগত পুত্রবধূ তথা নতুন সদস্যের সম্পর্কে জেনে জেওয়া যাক। যেমনটা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই একেঅপরের সাথে প্রেম করছিলেন দুজনে। বহুবার তাদের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে নেটপাড়ায়। আম্বানি পুত্র অনন্তের মত রাধিকাও কোটিপতি ঘরেরই সন্তান। গুজরাটের বাসিন্দা হলেও স্নাতকের পড়াশোনা করেছেন আমেরিকা থেকে।
নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন রাধিকা। বাবা বীরেন মার্চেন্ট এনকো হেলথ কেয়ারের প্রাক্তন সিইও। বর্তমানে বাবার কোম্পানিতেই সিইও পদে রয়েছেন রাধিকা। তবে সোজা বাবার কোম্পানিতেই নয় বরং আগে আরও বেশ কয়েকটি নামিদামি কোম্পানিতে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
শুধুমাত্র পড়াশোনা আর ব্যবসা নয় সাথে নৃত্য পরিবেশনেও বেশ পারদর্শী রাধিকা। দুর্দান্ত ভরতনাট্যম পারফর্ম করতে পারেন তিনি। বাগদানের আগেও বহুবার পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছে তাঁকে। এমনকি গতবছর অর্থাৎ ২০২২ সালে আম্বানি পরিবারের আয়োজিত আরঙ্গেট্রাম অনুষ্ঠানে বি টাউনের তাবড় তাবড় সেলেব্রিটিদের সাথে নৃত্য পরিবেশন করেছিলেন তিনি।
অর্থাৎ বুঝতেই পারছেন নিশ্চই, দীর্ঘদিন ধরেই রাধিকাকে চেনে আম্বানি পরিবার। এতদিনে প্রেমের সম্পর্ককে পরিণতি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অনন্ত ও রাধিকা। এদিন পরিবারের কিছু লোক ও ঘনিষ্ট আত্মীয়দের নিয়েই রাজস্থানে সম্পন্ন হয়েছে বাগদানের অনুষ্ঠান। এরপর মুম্বাইতে ফিরে চোখ ধাঁধানো বাড়ি অ্যান্টিলিয়াতেও এলাহী আয়োজন হয়েছিল। যেখানে রণবীর-আলিয়া, শাহরুখ-সলমন থেকে মিকা সিং হাজির ছিলেন।