গত বছরেই বড় দিনের আগেই মুক্তি পেয়েছে কি দেব মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা ‘প্রজাপতি’ (Prajapati)। কিন্তু আশ্চর্যের বিষয় অন্যান্য সিনেমা জায়গা পেলেও প্রজাপতি ডানা মিলতে পারেনি নন্দনে। যা নিয়ে সম্প্রতি একটি টুইট করেছিলেন এই সিনেমার নায়ক তথা প্রযোজক দেব অধিকারী। আক্ষেপের শুরে অল্প কথায় তিনি শুধু লিখেছিলেন ‘নন্দন, এবার তোমাকে মিস করব’।
কিন্তু দেবের সেই টুইটকে কে ঘিরে ক্রমশর সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। দেবের টুইট করার পরেই টুইট করে শিরোনামে এসেছিলেন বিজেপির দিলীপ ঘোষ। কিন্তু সবাইকে ছাপিয়ে যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষের করা মন্তব্য। রাজনীতির সাথে বিনোদনকে মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার করে দেন তিনি।
সরাসরি বিরোধীদলের সদস্য তথা জাতীয় স্তরের অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ঠুকে তিনি মন্তব্য করেন ‘মিঠুনের জন্য ছবিটি ডুবেছে’। যদিও শুধু তাই নয় সেইসাথে কুণাল ঘোষ বলেন মিঠুনের জায়গার পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে বেশি ভালো হতো। এবার এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন বিনোদন জগতের বামমনস্ক অত্যন্ত এক অভিজ্ঞ অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha)। সম্প্রতি এপ্রসঙ্গে এক সংবাদমাধ্যমে মুখ খুলে ছিলেন অভিনেত্রী। প্রজাপতি সম্পর্কে পর্দার ছোট ঠাম্মির মন্তব্য ‘দেবের অসাধারণ কাস্টিং ক্যালকুলেশন। এই ছবিতে ওর কাজও দুর্দান্ত লেগেছে। খুব পরিণত’।
এরপরেই সরাসরি কুণাল ঘোষকে এক হাত নিয়ে অভিনেত্রীর মন্তব্য ‘শুনলাম কুণাল ঘোষ একটা মন্তব্য করেছেন মিঠুনকে নিয়ে। আসলে এটা যার যার ব্যাপার আমিও তো একটা মন্তব্য করতে পারি। দেশের অর্থনীতি কিভাবে চালানো উচিত। এবার আমি মন্তব্য করা মানেই তো এই নয় এটা প্রামাণ্য সত্য হয়ে গেল। কুণাল ঘোষ এর ক্ষেত্রেও তাই উনি নিজের অভিনয় সংক্রান্ত অযোগ্যতা নিয়ে ওয়াকিবহাল নন। ওর ধারণা উনি অভিনয় বোঝেন কিন্তু জানেন না উনি অশিক্ষিত। আমি কিন্তু অভিনয়টা নিয়ে বলেছি অন্য কিছু নিয়ে নয়’।
অভিনেত্রীর আরও সংযোজন আমাদের ‘বর্তমান সরকার শিল্প আর রাজনীতিকে মিশিয়ে ফেলেছে। উনি ভাবছেন যে তৃণমূল করবে সেই এখানে যাবতীয় সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য।ওঁর ভাবনার সীমাবদ্ধতা এটা। এবার কিছু তো করার নেই। মেনে নিতে হবে আমাদের। যখন উনি চলে যাবেন কালের নিয়মে বলবো বড় খারাপ সময় ছিল ওটা। এরপরেই ইন্ডাস্ট্রির তোষামোদ করা মানুষদের উদ্দেশ্যে অভিনেত্রীর মন্তব্য ‘আমার ইন্ডাস্ট্রির চেনাশোনারা এই নিয়ে কথা বলছেন না হয় ভয়ে, নয়তো ভাবছেন কে এই কুণাল ঘোষ। কিবা আসে যায়!