একবার নয় দুবার নয় দেখতে দেখতে পাঁচ বার বিয়ের পিঁড়িতে বসেছেন পরীমণি (Porimoni)। কিন্তু এতবার বিয়ের পরেও স্বামীসুখ নেই বাংলদেশী এই অভিনেত্রীর কপালে। এমনটাই বলছেন নেটিজেনরা। কেন? কারণ সম্প্রতি শোনা যাচ্ছে আবারও নাকি বিচ্ছেদ (Divorce) হতে চলেছে পরীমণির। ২০২২ সালেই শরিফুল রাজ্যের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এবারেও টিকল না স্বামী-স্ত্রীর সম্পর্ক।
শুক্রবার মাঝরাতে অভিনেত্রীর একটি পোস্ট রীতিমত ভাইরাল হয়ে পড়েছে। এই পোস্ট থেকেই পঞ্চম বিচ্ছেদের আগাম ইঙ্গিত পেয়েছেন নেটিজেনরা। পরীমণি এদিন লেখেন, ‘আমি রাজকে নিজের জীবন থেকে ছুটি দিলাম আর নিজেকেও মুক্ত করে দিলাম এই সম্পর্কের থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে বেশি দরকারি আর কিছুই নেই’।
এমন একটা ইঙ্গিতবহ পোস্ট স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করে নেটিজেনদের। কিন্তু কিছুক্ষনের মধ্যেই এই পোস্ট মুছে ফেলেন তিনি। অবশ্য ততক্ষণে পরীমণির পঞ্চম বিচ্ছেদের গুঞ্জন হট টপিক হয়ে গিয়েছে। এরপর সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় বিগত শুক্রবারই নাকি স্বামীর বাড়ি ছেড়েছেন অভিনেত্রী। এক মাসের সন্তানকে নিয়ে রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ছেড়ে বেরিয়ে চলে এসেছিলেন তিনি।
তাহলে সত্যিই কি বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি? এর উত্তরে বাংলাদেশী এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন তিনি। তাঁর মতে, আইনি মতে খাতায় কলমে বিচ্ছেদ এখনও হয়নি। তবে হ্যাঁ স্বামী রাজের থেকে আলাদা থাকা শুরু করেছেন তিনি। খুব শীঘ্রই বিবাহ বিচ্ছেদের জন্য চিঠি পাঠাবেন তিনি পঞ্চম স্বামীকে।
এরপর অভিনেত্রী আরও বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। স্বপ্ন দেখতে শুরু করেছিলেন আবারও স্বামী সন্তান নিয়ে সুখের সংসারের। কিন্তু মা হওয়ার পর সময় গড়াতেই নানা সমস্যার সূত্রপাত হয়। তবে একরত্তি সন্তানের মুখ চেয়ে সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে রাজের অত্যাচার! তাই আর এক সাথে থাকা সম্ভব নয় বলেই শেষমেশ বাড়ি ছেড়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন পরীমণি। সেই সময় সোশ্যাল মিডিয়াতে সর্বত্র ছেয়ে গিয়েছিল তার বিয়ের খবরেই। কারণ বিয়ের আগেই অভিনেত্রীর গর্ভবতী হওয়ার খবর ফাঁস হয়ে গিয়েছিল। তাছাড়া এর আগেও চারবার বিয়ে করেছিলেন তিনি। তাই পঞ্চম বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে যেমন খুশি ছিল তেমনি কটাক্ষও করতে ছাড়েনি নিন্দুকেরা।