• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘রানু পেল কানু’, এই বয়সে প্রেমিকা থেকে নতুন বউ, বছর শেষে আবারও ভাইরাল রানু মন্ডলের ভিডিও

ইন্টারনেটের হাত ধরে অনেক মানুষই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। এমনই একজন ব্যক্তিত্ব হলেন রানাঘাটের রানু মণ্ডল (Ranu Mondal)। একসময় স্টেশনে বসে লতা মঙ্গেশকরের গান গাইতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট সেনসেশন হয়ে যান রানু। এমনকি মুম্বইয়ে গিয়ে নিজের মিউজিক ভিডিও শ্যুট করেছিলেন তিনি। মনে হয়েছিল, এবার হয়তো তাঁর জীবন পুরোপুরি পাল্টে যাবে।

তবে বাস্তবে এমনটা হয়নি। রানু ফের ফিরে এসেছেন তাঁর রানাঘাটের বাড়িতে। এখন ইউটিউবাররা তাঁর বাড়িতে গিয়ে তাঁর কাছে নানান ধরণের আবদার রাখেন। সকলের প্রিয় ‘রানুদি’ সেই আবদাএ ফেরান না। সেই কারণে মাঝেমধ্যেই গায়িকার নানান ধরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। যা দেখে কেউ হাসেন, কেউ আবার কষ্ট পান।

   

Ranu Mondal

কয়েকদিন আগেই যেমন কনের বেশে রানুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। পরনে লাল বেনারসি, কনের মুকুট, গয়না, চন্দনে তাঁকে একেবার নববধূই লাগছিল। গাইছিলেন ‘ইয়ে ক্যায়া হুয়া’ গানটি।

Ranu Mondal

ভিডিওটি দেখে অনেকেই হাসিঠাট্টা করেছেন। এখন যেমন লিখেছেন, ‘এত মিষ্টি লাগছে… কী বলব!’ তবে অনেকের আবার এই ভিডিওর নেপথ্যে থাকা ব্যক্তিদের একহাত নিয়েছেন। একজন নেটাগরিক লেখেন, ‘আমাদের মতো ঠিক ভুল বিচার করার ক্ষমতা ওনার থাকলে উনি এমনটা করতেন না’। আর একজন আবার লিখেছেন, ‘মায়ের বয়সী একজন মানুষকে (রানু মণ্ডল) হাসির খোরাক না বানালেই নয়?’

 

View this post on Instagram

 

A post shared by Rohan Shaw (@rohanyt779)


অবশ্য এটিই প্রথম নয়, কয়েকদিন আগে রানুর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যা দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। সেখানে দেখা যাচ্ছিল, নীল রঙের একটি ফ্রক পরে একজন যুবকের বাইকের পিছনে বসে রয়েছেন রানু। ব্যাকগ্রাউন্ডে বাইজছে ‘কৃষ’ ছবির একটি রোম্যান্টিক গান। দু’জনেই মজেছেন সেই গানের তালে।

 

View this post on Instagram

 

A post shared by Rohan Shaw (@rohanyt779)


ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছিল, ‘অবশেষে রানু মণ্ডলের বয়ফ্রেন্ডের দেখা মিলল’। অনেকেই সেই ভিডিওটি দেখে মজা করেছিলেন। একজন যেমন লিখেছেন, ‘রানু খুঁজে পেল কানুকে’। আর একজন আবার লিখেছেন, ‘পরছাই অর্থাৎ ছায়া তো মনে হচ্ছে না। বেতাল লাগছে’। তবে এই ভিডিওটি দেখেও অনেকে কটাক্ষ করেছিলেন। একজন নেটাগরিক যেমন লিখেছিলেন, ‘কোনও মানুষের সারল্যের সুযোগ নিয়ে কখনও এমন ভিডিও বানানো উচিত নয়’।

site