স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। গত এক বছর ধরে সম্প্রচারিত হচ্ছে ঋদ্ধি-খড়ির সিরিয়াল। এক বছর ধরে দেখতে দেখতে ধারাবাহিকের চরিত্ররা হয়ে উঠেছে দর্শকদের ঘরের সদস্য। ঋদ্ধি-খড়ি তো বটেই, রাহুল- দ্যুতি এবং বনি-কুণালকেও প্রচণ্ড ভালোবেসে ফেলেছেন দর্শকরা। কিন্তু জনপ্রিয়তা বাড়ছে কী হবে, টিআরপির তো দেখা নেই!
একসময় ‘মিঠাই’কে পরাজিত করা ‘গাঁটছড়া’র টিআরপি প্রত্যেক সপ্তাহে কমছে। প্রথম তিনের মধ্যে কিছুতেই স্থান করে নিতে পারছে না ‘খড়িদ্ধি’। সন্ধ্যে ৭টার স্লটে একদিনে ছক্কার পর ছক্কা হাঁকাচ্ছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহের বেঙ্গল টপার হয়েছে এই সিরিয়াল। কিন্তু ‘গাঁটছড়া’ প্রথম তিনে স্থান করে নিতেও ব্যর্থ।
একসময় ‘গাঁটছড়া’ টিআরপি লড়াইয়ে স্টার জলসার মুখরক্ষা করেছিল। সেই কারণে টিআরপি কমতে থাকলেও এই ধারাবাহিকের ওপর আস্থা রেখেছিল চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু এবার আর শেষরক্ষা হল না!
স্টার জলসায় শীঘ্রই শুরু হতে চলেছে একাধিক নতুন সিরিয়াল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কৌশিক রায়-তৃণা সাহা এবং ইন্দ্রাশিস রায় অভিনীত ‘বালিঝড়’ এবং ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর প্রোমো। এছাড়াও সাধক রামপ্রসাদকে নিয়ে একটি ধারাবাহিক আসার গুঞ্জন শোনা যাচ্ছে। প্রত্যেকটি সিরিয়ালই মেগা বাজেটের হতে চলেছে। আর চ্যানেল কর্তৃপক্ষ মেগা বাজেটের সিরিয়ালগুলিকে প্রাইম স্লটেই (সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা) দিতে চাইবে।
এতগুলি নতুন ধারাবাহিকের চাপেই ‘গাঁটছড়া’র কপাল পুড়বে বলে মত দর্শকদের একাংশের। আগামী কয়েক সপ্তাহের মধ্যেও যদি ‘গাঁটছড়া’ টিআরপি তুলতে না পারে, তাহলে চ্যানেল কর্তৃপক্ষ কোনও চরম সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
যদিও দর্শকদের একাংশের অনুমান, এখনই ‘খড়িদ্ধি’ ভক্তদের মন খারাপ করার কোনও দরকার নেই। কারণ সবে খড়ি উধাও হয়ে ঈশা চরিত্রটির এন্ট্রি হয়েছে। খড়িই ঈশা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য তা এখনও খোলসা হওয়া বাকি। তাই এখনই ‘গাঁটছড়া’ শেষ করে দেওয়ার সম্ভাবনা কম। তবে হয়তো এই ধারাবাহিকের সময় পরিবর্তন করে দেওয়া হতে পারে।