টেলিভিশন সিরিয়াল (Television serial) এমন একটি জিনিস যা মানুষের রোজকার বিনোদনের একটি অংশ। সন্ধ্যা হলেই তাই চা-বিস্কুট খেতে খেতে টিভির সামনে বসে পড়েন দর্শকরা। রোজ সিরিয়াল দেখতে দেখতে সেখানকার চরিত্রগুলিও হয়ে ওঠে দর্শকদের ঘরের সদস্য। সেই কারণেই একটি ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার অনেকটা সময় পরেও দর্শকরা ধারাবাহিকের চরিত্রগুলিকে বেশ মিস করেন।
বাংলা টেলিভিশনের এমনই একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘রানু পেল লটারি’ (Ranu Pelo Lottery)। জি বাংলায় সম্প্রচারিত এই সিরিয়ালটির জনপ্রিয়তা ছিল দেখার মতো। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় (Bijaylakshmi Chatterjee) এবং ক্রুশল আহুজা। ২০১৮-১৯ সাল নাগাদ সম্প্রচারিত হতো এই সিরিয়াল।
‘রানু পেল লটারি’র হাত ধরেই দর্শকদের মন জয় করে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। রানু হিসেবেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। যদিও এটি তাঁর প্রথম ধারাবাহিক ছিল না। এর আগেও দু’টি জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
জি বাংলার ‘রানু পেল লটারি’র আগে ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ এবং ‘দ্বিরাগমন’এ অভিনয় করেছিলেন বিজয়লক্ষ্মী। পরপর তিনটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছিলেন মিষ্টি দেখতে এই মেয়েটি। বিশেষত, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকে বাড়ির বৌ অলক্ষ্মীর চরিত্রে তাঁর দুষ্টু-মিষ্টি অভিনয় এখনও দর্শকদের মনে আছে।
তবে পরপর তিনটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার পর আর ছোটপর্দায় দেখা নেই বিজয়লক্ষ্মীর। প্রায় আড়াই বছর হয়ে গেল কোনও সিরিয়ালে সুযোগ পাননি। মাঝে দিয়ে ‘গৌরী এলো’ ধারাবাহিকে কাজ করার সুযোগ এলে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়। দর্শকরা অবশ্য বারবার জানিয়েছেন, বিজয়লক্ষ্মীকে ফের পর্দায় দেখতে চান তাঁরা।
অবশেষে দর্শকদের সেই মনোকামনা পূর্ণ হল। ছোটপর্দায় না হলেও ওয়েব সিরিজে কাজ করছেন বিজয়লক্ষ্মী। ‘হইচই’এর ‘হ্যালো’ ওয়েব সিরিজের চতুর্থ সিজনে অভিনয় করেছেন তিনি। এবার দেখার ফের ধারাবাহিকে বিজয়লক্ষ্মীর দেখা কবে মেলে।