বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। যদিও ছোটপর্দার দর্শকদের কাছে তিনি এখন অনুজ নামেই বেশি পরিচিত। এই মুহূর্তে স্টার জলসার অন্যতম চর্চিত একটি সিরিয়াল ‘গুড্ডি’ (Guddi)। এই সিরিয়ালেই আইপিএস অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের (Anuj Chatterjee) চরিত্রে অভিনয় করছেন তিনি।
যদিও এই সিরিয়ালে অনুজ তার পেশার তুলনায় তার চরিত্রের জন্য বেশি চর্চিত দর্শকমহলে। শুরু থেকেই দেখা যাচ্ছে নায়ক অণুজের সাথে ত্রিকোণ প্রেমের সম্পর্ক রয়েছে দুই নায়িকা, গুড্ডি এবং শিরিনের। দিনের পর দিন টিভির পর্দায় সেই একই সমীকরণ দেখতে দেখতে ভীষণ বিরক্ত দর্শকরা। খোলামেলা সিরিয়ালে এইভাবে পরকীয়াকে প্রমোট করতে দেখে সোশ্যাল মিডিয়ায় বারবার সরব হয়েছেন দর্শকদের একটা বড় অংশ।
কখনও গুড্ডির প্রতি ভালোবাসা আবার কখনও স্ত্রী শিরিনের প্রতি দায়িত্ববোধ দিনের পর দিন অনুজকে এইভাবে দু-নৌকায় পা দিয়ে চলতে দেখে সকলের দাবি এইভাবে সমাজের প্রতি মোটেই কোনো ভালো বার্তা যাচ্ছে না। তাই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেজেনদের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেতা রনজয় বিষ্ণুসহ খোদ এই সিরিয়ালের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ও।
তবে শুধু দর্শকরাই নন অনুজ চরিত্রটিকে এবার বিরক্তি প্রকাশ করলেন খোদ অভিনেতা রণজয় বিষ্ণুও। সম্প্রতি ফেসবুক থেকে একটি লাইভ ভিডিওতে এসেছিলেন খোদ অভিনেতা। সেখানে তিনি জানিয়েছেন অনুজ চরিত্রটিকে নিয়ে ঠিক কি ভাবেন তিনি।
রণজয়ের করা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রথমেই অভিনেতা বলছেন, ‘খুবই বিরক্তিকর। মাঝে মাঝেআমার সত্যিই মনে হয় অনুজ নামের লোকটার রণজয়ের কাছে আসা উচিত। প্রেম ভিতরে ভরপুর আছে কিন্তু হলে কি হবে? কাজ ছাড়া তো কিছুই বোঝে না। মনে মনে গুমরে মরছে। আরে আগে নিজেকে ভাল রাখ, তার পর তো বাকিদের ভাল রাখবি। আমার থেকে পাঠ নেওয়া দরকার নিজের জীবনটা কিভাবে উপভোগ করা উচিত’। ভিডিওটির কমেন্ট সেকশনে উপচে পড়েছে প্রায় শ চারেক মন্তব্য।