ছোট পর্দার লক্ষ্মী কাকিমাএবার সোশ্যাল মিডিয়ায় হলেন ‘বেশরম’ (Besharam)। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই গানে নাচ করেই বড়দিনের সেলিব্রেশন মেতে উঠেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সচরাচর তাঁকে শাড়িতেই দেখা গেলেও এদিন অভিনেত্রী ধরা দিয়েছিলেন একেবারে পশ্চিমী পোশাকে। লাল রঙের গাউনে যেন এক অন্য লক্ষ্মী কাকিমা (Lokhi Kakima)।
যাকে দেখে এক নজরে চেনা দায়! এমনিতে অপরাজিতা আঢ্য মানেই সাদামাটা শাড়ি,কপালে টিপ, আর মাথায় খোপা। টিভির পর্দায় এমনই ভালো মানুষ মিষ্টি লক্ষী কাকিমা। কিন্তু এই দিন বেশরম গানে নিশীঠেকে তার তুমুল নাচ আর চোখ মুখের আবেদন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতে পর্দার মতোই বাস্তব জীবনেও দারুন বিন্দাস অভিনেত্রী।
খোলামেলা স্বভাবের অপরাজিতা বরাবরই নিজের জীবনটাকে উপভোগ করেন নিজের শর্তে। আর এদিন বলিউডের সাম্প্রতিককালের সবচেয়ে চর্চিত গান ‘বেশরম রং’ গানে নাচ করে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী। শাহরুখ খানের আসন্ন কামব্যাক সিনেমা ‘পাঠান’-এর বেশরম রং গানটি মুক্তি পেয়েছে ১২ই ডিসেম্বর।
মুক্তির পর থেকেই তুলকালাম সোশ্যাল মিডিয়া। এই গানে দীপিকার গেরুয়া বিকিনি নিয়েই যত আপত্তি গেরুয়া শিবিরের। তারপর থেকে গানটির বিরুদ্ধে অশালীনতার অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’। এমনকি শাহরুখ খানকে পুড়িয়া হুমকি দিয়েছেন অযোধ্যার এক সাধু। এরই মাঝে এই বিতর্কিত গানে নেচে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ঝড় তুললেন পর্দার লক্ষ্মী কাকিমা।
View this post on Instagram
সারাক্ষণ বাঙালি গৃহবধূর সাজ পোশাকেই দেখা যায় পর্দার লক্ষ্মী কাকিমাকে। তবে এবার সেই ইমেজ ভেঙে এবার একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সেই ইমেজ ভাঙতে গিয়ে এদিনও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন অভিনেত্রী। ডিস্কে গিয়ে পাশ্চাত্য পোষাকে বেশরম গানে অপরাজিতা আঢ্যর নাচ দেখে ভুরু কুঁচকেছেন অনেকে। কমেন্ট সেকশনে কেউ লিখেছেন শাড়ি পড়লে আলাদা লাগে। তবে অভিনেত্রী অনুরাগীরা নতুন রূপে তাকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার ভিডিওর কমেন্ট সেকশনে গেলে তার আঁচ পাবেন যে কেউ।