• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সকালে গালি দিয়ে সন্ধ্যেয় বাড়িতে একসাথে মাংস ভাত! মিঠুন সম্পর্কে মন্তব্য টলি সুপারস্টার দেবের

Published on:

Tollywood Superstar Dev opens up about Mithun Chakraborty

গতকাল ২৫ ডিসেম্বর সারা বিশ্ববাসী যখন মেতে উঠেছেন যিশু খ্রীষ্টের  জন্মদিন উদযাপনে ঠিক তখনই বাংলার দর্শকরা মেতে উঠেছিলেন সুপারস্টার দেবের জন্মদিন উদযাপনে। বড় দিনের দুদিন আগে ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দেব অভিনীত বহু প্রতিক্ষিত সিনেমা ‘প্রজাপতি’। তাই নতুন সিনেমা নিয়ে এখন বেশ ব্যস্ত অভিনেতা। এরই মাঝে জন্মদিনে আনন্দবাজার পত্রিকার সাথে এক একান্ত সাক্ষাৎকারে বসেছিলেন দেব।

প্রত্যেক বছরই দেবের জন্মদিনের আগে মুক্তি পায় কোন না কোন বাংলা সিনেমা। তাই এ বিষয়ে দেবের কাছে জানতে চাওয়া হয়েছিল প্রত্যেক বছর জন্মদিনের আগে সিনেমা মুক্তি পাওয়াটার সাথে জ্যোতিষীর পরামর্শ নেওয়ার ব্যাপার আছে কিনা। উত্তরের অভিনেতার স্পষ্ট  জবাব তিনি এসব বিশ্বাসই করেন না। তার হাতেও কোনো আংটি নেই। কারণ  বরাবরই তিনি পরিশ্রমে বিশ্বাসী। আর বিশ্বাস করেন মানুষের সঙ্গে ভালো ব্যবহারে।তাই দেবের কথায় ‘আমার পরিচয় হল, আমার ব্যবহার’।

Mithun Chakraborty and Dev starrer Projapoti trallior launch

প্রসঙ্গত দেব শুধুমাত্র একজন অভিনেতা নন। সেইসাথে তিনি এখন রাজ্যের শাসক দলের সাংসদ। এছাড়াও তার নামের সাথে এখন যুক্ত হয়েছে প্রযোজক শব্দটিও। দেবের নতুন সিনেমা ‘প্রজাপতি’র প্রযোজকও কিন্তু  দেব নিজেই। এই সিনেমায় দীর্ঘ ৭ বছর পর আরও একবার বাবা ছেলের চরিত্রে অভিনয় করেছেন দেব অধিকারী এবং মিঠুন চক্রবর্তী। দুজনেই বাংলার দুই প্রজন্মের সুপারস্টার।  তবে দেবের সাথে মিঠুনের সম্পর্কটা কিন্তু আজকের নয় বহু পুরনো।

Mithun Chakraborty,Dev,Projaptai,মিঠুন চক্রবর্তী,দেব,প্রজাপতি,Dev Mithun Relationship

জানা যায় দেব যখন মুম্বাইয়ে থাকতেন তখন সেখানে তার বাবা ক্যাটারিং এর ব্যবসা করতেন। সেই সূত্রে সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। আর এখন তারা একে অপরের পরিবারের মত হয়ে গিয়েছেন। একটা সময় ছিল যখন দেবের বাবা মিঠুনের সিনেমার সেটে খাবার দিতেন। আর এখন তারই ছেলে মিঠুনের সিনেমার প্রযোজক। যার বস সেই লোকটাই।

Dev Mithun Chakraborty in Projapoti

তবে তাদের রাজনৈতিক মতাদর্শ সম্পূর্ণ আলাদা। তবে সেই বিষয়টি কিন্তু কখনোই তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলে না। দেবের কথায় ‘মিঠুনদা সকালে তৃণমূলকে গালাগাল দিয়ে সন্ধ্যেবেলা আমার বাড়িতে খেতে এসেছেন। বলেছি মাংস খাবে? খাওয়া-দাওয়া হয়েছে আড্ডা জমেছে। এটাই আমাদের সম্পর্ক’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥