স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘খেলাঘর’ (Khelaghor)। শেষ হয়ে গেলেও এখনও দর্শকরা মাঝেমধ্যেই এই ধারাবাহিকটির কথা মনে করেন। ‘খেলাঘর’এর নায়ক-নায়িকা তথা শান্টু এবং পূর্ণার চরিত্রে অভিনয় করেছিলেন সৈয়দ আরিফিন ও স্বীকৃতি মজুমদার। পাশাপাশি ভিলেন ববিনের (Bobin) চরিত্রে অভিনয় করেছিলেন সুরজিৎ সেন (Surajit Sen)।
ভিলেন হলেও ‘খেলাঘর’এ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সুরজিৎ। অবশ্য এই ধারাবাহিকটি তাঁর প্রথম কাজ ছিল না। এর আগেও বহু সিরিয়াল, সিনেমায় তাঁকে দেখেছেন দর্শকরা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিতি মুখ তিনি। সম্প্রতি সেই অভিনেতাই এক সাক্ষাৎকারে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন।
সম্প্রতি টলি গসিপ নামের এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন ‘খেলাঘর’এর ববিন। সেখানেই নিজের কেরিয়ারের শুরু থেকে টলিউড ইন্ডাস্ট্রি- একাধিক বিষয়ে মুখ খুলেছিলেন তিনি। কীভাবে অল ইন্ডিয়া ডাক্তারি পরীক্ষায় বসা থেকে অভিনেতা হওয়া, সুরজিৎ নিজের সাক্ষাৎকারে বহু বিষয়ে কথা বলেছেন।
কেরিয়ারের শুরু থেকে স্ট্রাগল করছেন সুরজিৎ। কিন্তু কখনও হার মানেননি। টলিপাড়ার এই নামী অভিনেতা কাজের জন্য একটা সময় কাটিয়েছেন মুম্বইয়েও। সব মিলিয়ে এখনও পর্যন্ত কাজের অভিজ্ঞতা কেমন তাঁর?
টলিউডের সঙ্গে মুম্বইয়ের তফাৎ প্রসঙ্গে সুরজিৎ জানান, ২০১৬-২০১৮ পর্যন্ত মুম্বইয়ে ছিলেন তিনি। অভিনেতা বলেন, ‘বাংলায় ২৪ বছর ধরে কাজ করে যে সম্মান পাইনি, ওখানে ৩ বছরে সেটা পেয়েছি… ওঁদের নজরে একবার পড়ে গেলে নিজেকে আর প্রমাণ করতে হয় না। ওঁর অভিনেতাকে পুজো করে। বাংলায় এত বছর কাটিয়েও সেটা পাইনি। এখনও আমায় বলতে হয় দাদাএকটা কাজ একটু দেখবেন। আর সবথেকে বড় পার্থক্য হল ইগো। এখানে কোনও এক নতুন মুখ একটু পরিচিতি পেলে নিজেকে করণ জোহর, শাহরুখ ভাবতে শুরু করে। বাধ্য হয়েই যাত্রায় নেমেছি। কারণ এই মুহূর্তে আমার স্ট্রাগল আরও খারাপ পর্যায়ে চলে গিয়েছে’।
মুম্বই থেকে ফিরে আসার পর টলিউডে কতখানি বদলেছে বলে মনে হয় সুরজিৎ’এর? জবাবে ‘খেলাঘর’এর ববিন বলেন, ‘খুব দুঃখ পেয়ে মুম্বই চলে গিয়েছিলাম। এসে দেখলাম পলিটিক্স অনেক বড় একটা জায়গা করে নিয়েছে ইন্ডাস্ট্রিতে। আমি না বললেও এটা পরিষ্কার যারা নায়ক-নায়িকা নন তাঁরাই এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। তাঁরাই মহানায়ক-মহানায়িকা। তাঁদের এত টাকা যে নিজেরাই ছবি তৈরি করছে। আমি জানি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কীভাবে ছবি হিট করানো হয়। সবটাই পলিটিক্যাল খেলা। একসময় যারা আমার বন্ধু ছিল। আজ তাঁরাই মাটি থেকে আকাশে উঠে গিয়েছে আর এখন আমায় চেনে না’।