বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এই মুহূর্তে টপ লিস্টে রয়েছে একটাই সিরিয়াল তা হল জি বাংলার ‘জগদ্ধাত্রী'(Jagadhatri)। টিভির পর্দায় এই সিলিয়ালের বয়স বেশিদিন না হলেও এই মাত্র কয়েকমাসের মধ্যেই দর্শকমহলে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। যার ছাপ স্পষ্ট সাপ্তাহিক টিআরপি তালিকাতেও।
বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই একটানা বেঙ্গল টপার (Bengal Topper) হয়ে টি আর পি তালিকায় শীর্ষস্থানে রয়েছে এই সিরিয়াল। সাংসারিক কূটকচালি বাইরে ভিন্ন স্বাদের এই সিরিয়ালের থেকে চোখ সরাতে পারেন না দর্শক। সারা সপ্তাহ জুড়েই এই সিরিয়ালে থাকে টানটান উত্তেজনার পর্ব। যা সময়ের সাথে সাথে এই সিরিয়ালের প্রতি বাড়িয়ে তুলেছে দর্শকদের কৌতূহল।
অ্যাকশন থেকে ড্রামা, পারিবারিক সম্পর্ক থেকে প্রেম ভালোবাসা কি নেই এই সিরিয়ালে। নায়ক স্বয়ম্ভু
এবং নায়িকা জ্যাস ওরফে জগদ্ধাত্রীর পাশাপাশি রয়েছে কৌশিকী মুখার্জী কিংবা মেহেন্দির মতো চরিত্র। তাই সবমিলিয়ে গোটা সপ্তাহজুড়েই এখন টিভির পর্দায় এই সিরিয়ালের দাপট রয়েছে চোখে পড়ার মতো। ধারাবাহিকের শুরু থেকেই দেখা যাচ্ছে স্বয়ংভূ (Swambhu) এবং জগদ্ধাত্রী দুজনেই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ পুলিশ অফিসার।
কর্মসূত্রেই নানান ঘটনাচক্রে ইতিমধ্যে সিরিয়ালে বিয়ে হয়ে গিয়েছে তাদের। তবে স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে সত্যিকারের ভালোবাসলেও জগদ্ধাত্রী এখনও তাকে শুধুমাত্র একজন ভালো বন্ধু বলেই মনে করে। কিন্তু নিজের কাজ সামলানোর পাশাপাশি এখন জগদ্ধাত্রীর লক্ষ্য একটাই তা হল স্বয়ম্ভুকে মুখার্জী বাড়ির ছেলের অধিকার ফিরিয়ে দেওয়া এবং তার পিতৃ পরিচয় ফিরিয়ে দেওয়া।
সেইসাথে তারা মুখার্জি পরিবারের সামনে চালিয়ে যাচ্ছে তাদের নকল বিয়েটাকে আসল বলে প্রমাণিত করার নাটক। সবার সামনে তারা এমন ভ্যান করছে যেন দুজনে দুজনকে কত ভালোবাসে। যাতে সবাই বিশ্বাস করে তারা একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছে। তবে এখনও পর্যন্ত কৌশিকী মুখার্জীই একমাত্র জানে যে জগদ্ধাত্রীই আসলে জ্যাস।
এরইমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে জগদ্ধাত্রীই নিজের মুখেই স্বয়ম্ভুকে ভালোবাসার কথা জানাচ্ছে। এই ভিডিও দেখে দারুন খুশি হয়েছেন দর্শক। কিন্তু আসলে এটাও ছিল নাটক আসলে ঘরের মধ্যে তারা যখন কথা বলছিল তখন দরজার দিকে তাকাতেই জগদ্ধাত্রী একজনের ছায়া দেখতে পেয়েছিল।তাই তখন জগদ্ধাত্রীও নাটক করে স্বয়ম্ভুর বুকে মাথা রেখে তাকে ভালোবাসার কথা জানায়।
এরপরে জগদ্ধাত্রী দেখে দরজার বাইরে কৌশিকী মুখার্জি রয়েছে। কিন্তু সে কেন তাদের ঘরে আড়ি পাতছিল জগদ্ধাত্রী একথা জানতে চাইলে কৌশিকী তখন পাশে থাকা মেহেন্দিকে টেনে সামনে নিয়ে আসে। আসলে কৌশিকী এইভাবেই জগদ্ধাত্রীকে মেহেন্দির হাতে ধরা পড়া থেকে বাঁচিয়ে দেয়। তবে এদিন স্বয়ম্ভুকে ভালোবাসার কথাটা নাটক করে বললেও দর্শকরা চান সত্যিকারের এমন দিন আসুক যেদিন জগদ্ধাত্রী সত্যিই স্বয়ম্ভুকে ভালোবেসে ফেলবে।