বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। টিআরপি তালিকায় ফলাফল যেমনই হোক না কেন দিনদিন ধারাবাহিকটির জনপ্রিয়তা বাড়ছে। এখন আবার খড়ি-ঈশার রহস্য আসার পর তো দর্শকদের সেটি দেখতে আরও বেশি ভালোলাগছে। যদিও এক বছরের লিপ দেওয়ার পর শুধুমাত্র ঈশাই নয়, ধারাবাহিকে এন্ট্রি হয়েছে আরও বেশ কিছু নতুন চরিত্রের। এমনই একটি চরিত্র হল ‘তানি’ (Taani)। এই চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী জেসমিন রায়কে (Jasmine Roy)।
দেখতে সুন্দরী, দুর্দান্ত অভিনয়- জেসমিন বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। এর আগে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকের তাঁকে দেখেছেন দর্শকরা। গৌরব রায় চৌধুরী-শ্রুতি দাস অভিনীত ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের খলনায়িকার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। এছাড়াও কালার্স বাংলার ‘আমার সোনা চাঁদের কণা’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন জেসমিন।
এখন ‘গাঁটছড়া’য় ঋদ্ধির প্রিয় বন্ধু তানির চরিত্রে তাঁকে দেখছেন দর্শকরা। কিন্তু নায়িকা থেকে সোজা পার্শ্বচরিত্র কেন? নায়িকা হওয়ার মতোও সৌন্দর্য, অভিনয় দক্ষতা থাকলেও নায়িকার চরিত্রে দেখা যাচ্ছে না কেন তাঁকে? জবাবে পর্দার ‘তানি’র জবাব কিন্তু ‘গাঁটছড়া’র আসন্ন ট্র্যাক নিয়ে একটি রহস্যের সৃষ্টি করেছে।
এর আগে ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে খলনায়িকা হিসেবে গৌরব-শ্রুতির জীবনে ঝড় তুলেছিলেন জেসমিন। ‘গাঁটছড়া’তেও কি সেই কাজই করবেন? সম্প্রতি আনন্দবাজারের সাথে এক সাক্ষাৎকারে ‘তানি’ চরিত্র নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। ‘গাঁটছড়া’র ট্র্যাক ফাঁস না করলেও তাঁকে কেন পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে তা নিয়ে মুখ খোলেন তিনি।
জেসমিন বলেন, ‘আমি নায়িকাই হতে চাই। তবে একটানা কাজ ছাড়া বসে থাকা আমার জন্য খুব কঠিন। আর তাছাড়া তানি চরিত্রটা দারুণ। একটা রহস্যও আছে। সেই জন্য ভালোলাগছে’। এই কথা শোনার পরই এখন দর্শকদের মনে প্রশ্ন জাগছে, কী রহস্য আছে তানি চরিত্রের মধ্যে? কোন দিকে মোড় নেবে ‘গাঁটছড়া’র আগামী ট্র্যাক?
ঋদ্ধি-খড়ির ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, স্ত্রীকে হারিয়ে এখন পাগল-পাগল দশা ঋদ্ধিমানের। এই পরিস্থিতিতে তাঁর জীবনে এসেছে ঘনিষ্ঠ বান্ধবী তানি। বৌমার মৃত্যুর পর তাঁর সঙ্গেই ছেলেকে দেখতে চান ঋদ্ধির মা। অপরদিকে খড়ির মতোই দেখতে ঈশা আবার এসেছে সিংহ রায় পরিবারকে ধ্বংস করতে। ঈশাই কি খড়ি নাকি লুকিয়ে রয়েছে কোনও নতুন রহস্য? এর জবাব পেতে গেলে দর্শকদের চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দাতেই।