• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি নং ১ সঞ্চালনা থেকে শাড়ির ব্যবসা, কত টাকা আয়? দেবের প্রশ্নের জবাব দিলেন রচনা

Published on:

Rachana Banerjee's Reply to Dev asking income from Didi No 1 and Saree Business

সিরিয়াল বাদেও টেলিভিশনের পর্দায় একাধিক রিয়েলিটি শো সম্প্রচারিত হয়।  যার মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) ‘দিদি নাম্বার ১’ (Didi No 1)। বিগত ১০ বছর ধরে অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee) সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন। এক সময় বাংলা ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চ্যাটার্জী থেকে ওড়িয়া ইন্ডাস্ট্রির সিদ্ধান্তের সাথে সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।  তবে বর্তমানে সিনেমার পর্দায় আর দেখা যায় না তাকে। বরং বাংলার মানুষের কাছে ‘দিদি’ নামেই পরিচিত তিনি। তাছাড়া নতুন করে শাড়ির ব্যবসাও শুরু করেছেন তিনি। ইতিমধ্যেই নিজের ব্র্যান্ড ‘রচনাস ক্রিয়েশন’ বেশ প্রতিষ্ঠিতও করে ফেলেছেন রচনা। 

দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে শুধু যে নানা ধরনের মজার খেলা হয় তা কিন্তু একেবারেই নয়। বিভিন্ন মহিলাদের সংগ্রামের কাহিনী থেকে অনেক অনুপ্রেরণা মূলক কাহিনী শুনতে পাওয়া যায় এই মঞ্চে। তাছাড়া আসন্ন সিনেমা থেকে নতুন সিরিয়াল এর প্রচার এর জন্যও তারকাদের দেখা যায় দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। আর দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে আসন ছবি প্রজাপতির জন্যও প্রচারে এসেছিলেন দেব (Dev)। 

Dev asks Rachana Banerjee about her earning from Didi no 1

অনেকেই হয়তো জানেন না দেবের প্রথম ছবির নায়িকা ছিলেন রচনা ব্যানার্জি। তাই প্রথম ছবির নায়িকা হিসাবে একটা আলাদা সম্পর্ক রয়েছে এই দুজনের। আজ থেকে পনের বছর আগে ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ অগ্নি শপথ’  ছবিটি। সেখানেই নায়ক নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল রচনা-দেব  জুটিকে। 

এদিন ছবির প্রচারের জন্য দিদি নাম্বার ওয়ানে এসে হাসি মজার পাশাপাশি প্রচার এর সাথে বেশ খুনসুটিতে মেতে ছিলেন দেব।   মঞ্চে আড্ডা দেওয়ার সময়েই সম্প্রতি রচনা ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়ার প্রসঙ্গ ওঠে। তখনই আয় প্রশ্ন তুলে রচনা কে রীতিমত লজ্জায় ফেলে দেন দেব। উত্তরে কাতারে দেবের সাথে কেন দেখা হলো না এই প্রশ্ন তুলে পাল্টা জবাব দিলেন রচনা।

Rachana Banerjee talks about Didi No 1 ending rumours while travelling in quatar

এদিন রচনাকে দেব জানান, ‘আমার তোমার মত এত টাকা নেই। দিদি নাম্বার ওয়ান থেকে তুমি কত টাকা পাচ্ছ? শাড়ি বিক্রি করে কত টাকা রোজগার করছ? আমাদের তো চলবে না ছবির প্রচার না করলে।’ দেবের থেকে এই উত্তর শোনার পর দুই হাত দিয়ে মুখ ঢেকে নেন অভিনেত্রী। 

Dev Mithun Projapoti

প্রসঙ্গত, শীঘ্রই মুক্তি পেতে চলেছে বাংলা ছবি প্রজাপতি।  যেখানে দেব, কনীনিকা চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্যের পাশাপাশি মিঠুন চক্রবর্তী ও মমতা শংকরকে দেখা যাবে। মৃগয়া ছবির পর ৪৭ বছর বাদে আবারও একসাথে জুটি বাঁধতে চলেছে মিঠুন-মমতা। 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥