স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল হল ‘গাঁটছাড়া’ (Gantchora)। কিন্তু ইদানিং টিআরপি তালিকায় এই সিরিয়ালের নম্বর একেবারে তলানিতে ঠেকেছে। তাই টিআরপি তালিকায় নিজেদের হারানো জায়গা ফিরে পেতে সদ্য সিরিয়ালে এসেছে নতুন মোড়। কিছুদিন আগেই দেখা গিয়েছে সিংহরায় পরিবারের অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়েই ঘন জঙ্গলের মধ্যে আচমকা গায়েব হয়ে গিয়েছে সিরিয়ালের প্রধান নায়িকা খড়ি (Khori)।
তারপর ইতিমধ্যেই এক বছরের লীপ নিয়ে নিয়েছে এই সিরিয়াল। তারপর থেকে দেখা যাচ্ছে খড়ির স্মৃতি আঁকড়েই দিন কাটাচ্ছে এক কালের নামী হীরের ব্যবসায়ী ঋদ্ধিমান সিংহরায়। অথচ বনদপ্তরের কর্মীরা আগেই জানিয়েছেন খড়িকে সেদিন বাঘে টেনে নিয়ে গিয়েছিল। তাই খড়ির বাবা মা সহ সিংহরায় বাড়ির সবাই ধরেই নিয়েছে খড়ি (Khori) আর বেঁচে নেই।
ব্যতিক্রম নয় গাঁটছড়াও। সিরিয়ালে খড়ির মৃত্যুর ১ বছর পরেই দেখা যাচ্ছে হুবহু খড়ির মতো দেখতে বিদেশ ফেরত ইশার এন্ট্রির সাথে সাথে তৈরি হয়েছে নতুন রহস্য। আসলে সেই খড়ি কিনা তা জানার কৌতূহল কিছুতেই চাপতে পারছেন না দর্শক। শেষমেশ আজকের পর্ব দেখে সেই রহস্যের কিছুটা হলেও কিনারা করতে পেরেছেন দর্শক।
খড়ি ওরফে ইশা (Isha) বর্তমানে যাকে ভালো মা বলে ডাকছে তিনি আসলে ঋদ্ধির জেঠু অর্থাৎ দেবাংশু সিংহরায়ের স্ত্রী। তাই সেদিক দিয়ে দেখতে গেলে মৈনাক আর তার বোন সাইনাও সিংহরায় পরিবারেরই সদস্য। এছাড়া আজই খড়িকে ফোনে মিস্টার ডি(Mister D)এর সাথে কথা বলতে দেখা গিয়েছে। কিন্তু তারপরেও দর্শকদের কাছে এখনও স্পষ্ট নয় হটাৎ খড়ির ইশা হয়ে ভোল বদলের কারণ।
তবে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এই সিরিয়ালের আসন্ন ট্র্যাক (Upcoming Track)। এই সিরিয়ালের দর্শকদের একাংশের দাবি ইশাই আসলে খড়ি। খড়ির সব মনে থাকলেও সে এখন মিস্টার ডি-এর নজরবন্দি। কিন্তু খড়ি দাদুকে কথা দিয়েছিল মূর্তি নিয়েই ফিরবে সে। তাই মিস্টার ডি-কে পুলিশের হাতে ধরিয়ে দিতেই তার কোম্পানি D’s diamond-এর হয়ে কাজ করে সবটা ভুলে থাকার ভ্যান করছে। তবে সবটাই দর্শকদের কল্পনা। আসলে কি হয় তা জানার জন্য এখন নিয়মিত নজর রাখতে হবে এই সিরিয়ালের দিকে।