বৃহৎপতিবার মানেই বাঙালি দর্শকদের হৃদস্পন্দন একটু বেড়ে যায়। কেন? কারণ এদিনেই যে সিরিয়ালের জনপ্রিয়তার মাপকাঠি TRP Report প্রকাশ্যে আসে। এই তালিকায় ধারাবাহিকের আগামী ভবিষ্যৎ নির্ধারণ করে। কখনো জগদ্ধাত্রী (Jagaddhatri), কখনো অনুরাগের ছোঁয়া তো কখনো আবার গৌরী এলো উঠে এসেছে বাংলার সেরা সিরিয়ালের তকমা ছিনিয়ে নিতে। পয়েন্ট বাড়লে ভালো, নাহলেই কেলো! বিগত কয়েক মাসেই একাধিক সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে টিআরপির (Target Rating Point) অভাবে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এসপ্তাহের টিআরপি তালিকা। যেটা দেখা যাচ্ছে বিগত কয়েকবারের ধারা এবারেও বজায় রয়েছে। এসপ্তাহেও বাংলার সেরা সিরিয়ালের তকমা ছিনিয়ে নিয়েছে জগদ্ধাত্রী। ৯.২ পয়েন্ট পেয়ে বাংলার সেরা সিরিয়াল হয়ে গিয়েছে জগদ্ধাত্রী। এরপরেই দ্বিতীয় স্থানে রয়েছে সূর্য-দীপার জুটি ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ও খেলনা বাড়ি। দুই সিরিয়ালেরই প্রাপ্ত পয়েন্ট ৮.৩।
এদিকে গত সপ্তাহে ওপেনিংয়ে বাজিমাত করলেও দ্বিতীয় সপ্তাহে খানিকটা পিছিয়ে পড়েছে পঞ্চমী (Panchomi)। ৮.০ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’। এরপর ৭.৮ পয়েন্ট পেয়ে বাংলা মিডিয়াম (Bangla Medium) ও পঞ্চমী রয়েছে চতুর্থ স্থানে। অবশ্য এবারেও কিন্তু ওপেনিংয়ে রীতিমত বাজিমাত করেছে নতুন সিরিয়াল বাংলা মিডিয়াম। চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
জগদ্ধাত্রী – ৯.২ (প্রথম)
খেলনা বাড়ি, অনুরাগের ছোঁয়া – ৮.৩ (দ্বিতীয়)
গৌরী এলো – ৮.০ (তৃতীয়)
বাংলা মিডিয়াম (ওপেনিং), পঞ্চমী – ৭.৮
নিম ফুলের মধু – ৭.৬
আলতা ফড়িং – ৭.৩
গাঁটছড়া – ৬.৬
মিঠাই – ৬.৫
সাহেবের চিঠি, লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৪
এক্কা দোক্কা – ৬.৩
এবারের টিআরপি তালিকায় আগের বারের মত মিঠাই ও গাঁটছড়া দুজনেই নিজেদের স্থান ধরে রেখেছে। তবে নতুনের ভিড়ে যে কিছুটা হলেও চাপ বেড়েছে সেটা বোঝাইযাচ্ছে। এদিকে কৃষ্ণকলির পরআবারও জুটি বেঁধে ফিরেছেন নীল-তিয়াশা। আর তাদের জুটি যে আগামী দিনে নজর করবে সেটা বোঝাই যাচ্ছে।
সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে সারেগামাপা এর পয়েন্ট ৫.০। অন্যদিকে জি বাংলার দিদি নং ১ ও ডান্স ডান্স জুনিয়ারের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৬.৩ ও ৪.৬। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল শেষ হচ্ছে দিদি নং ১। তবে শেষমেশ জানা যায় রান্নাঘর শেষ হচ্ছে। বদলে জায়গা নিচ্ছে নতুন শো ঘরে ঘরে জি বাংলা।