• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেই কথার ঝাঁঝ আর দাপট! হুবুহু জুনিয়র লাবণ্য সেনগুপ্ত সেজে চমকে দিল দীপার মেয়ে রূপা

সিরিয়ালপ্রেমী দর্শকদের রোজকার বিনোদনের অঙ্গ হল বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বিনোদনমুলক সিরিয়াল। তাই অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কম বেশি সকলেই। তবে এখনকারদিনে নতুন সিরিয়ালের ভীড়ে স্টার জলসার দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)।

ভিন্ন স্বাদের এই সিরিয়ালে সূর্যের চরিত্রে দিব্যজ্যোতি দত্ত এবং তার বিপরীতে নায়িকা দীপার চরিত্রে স্বস্তিকা ঘোষের সাবলীল অভিনয় শুরু থেকেই মন জয় করে নিয়েছে দর্শকদের। সকলেই খুব ভালোবাসেন এই সিরিয়ালের মিষ্টি নায়ক-নায়িকা সূর্য (Surjo)-দীপা (Deepa)-কে।টিভির পর্দায় তাদের রোম্যান্স দেখলেই চোখ জুড়িয়ে যায় দর্শকদের।

   

Anurager Chhowa, Surjya Deepa Sona Rupa

কিন্তু ভুল বোঝাবুঝির কারণে দীর্ঘ ৮ বছর একে অপরের থেকে দূরে রয়েছে সূর্য-দীপা। যার মাস্টারমাইন্ড হল সূর্যের বেস্ট ফ্রেন্ড মিশকা (Mishka)। কিছুতেই তার আসল চেহারা সামনে আনা যাচ্ছে না। উল্টে এবার সূর্য কে ভুল বুঝতে শুরু করেছে দীপা। গ্রামের মেলায় সূর্যের সাথে তার গোটা পরিবার সহ মিশকাকে দেখে এবং সোনা  সূর্যকে বাবা বলে ডাকায় দীপা নিজের মনে ভেবে নেয় সোনা মিশকা আর সূর্যের সন্তান।

Anurager Chonwa Deepa Mishka first meet after 8 years

তাই নিজেকে তাদের সাজানো সংসার থেকে দূরে সরিয়ে নেয় দীপা। এরইমধ্যে মেলায় দূর থেকেই শাশুড়ি মা লাবণ্য সেনগুপ্তকে (Labonyo Sengupta) দূর থেকেই দেখেছে দীপা। সেইসাথে সে ইতিমধ্যেই মুখোমুখি হয়েছে মিশকার। এত বছর পরেও দেখা হলেও মিশকাকে আগের মতোই ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে দীপা। ওপেন চ্যালেঞ্জ করেছে নিজের মেয়েকে মানুষ করার। সেইসাথে দীপা মনে করিয়ে চাইলেই যখন খুশি সে পাশা পাল্টে দিতে পারে।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,-দীপা,Deepa,মিশকা,Mishka,সোনা,Sona,রুপা,Rupa,জুনিয়র লাবণ্য সেনগুপ্ত,Junior Labonyo Sengupta,বাংলা সিরিয়াল,Bengali Serial
এরইমধ্যে দেখা যাচ্ছে মিশকার দেওয়া বিষের কারণে একটু একটু করে অসুস্থ হয়ে পড়ছে দীপা। কাশির সাথেই রক্ত আসছে তার।আর মেয়ে রুপা তাকে ধমক দিচ্ছে ওই ভালো ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করতে যাওয়ার জন্য। এরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হবহু  জুনিয়র লাবণ্য সেনগুপ্তের (Junior Labonyo Sengupta) সাজে ছোট্ট রূপার নতুন লুক। বলতেই হয় কথার ঝাঁঝ আর দাপটের মতোই চশমা আর শাড়ি পরে সত্যিই রুপা হয়ে উঠেছে জুনিয়র লাবণ্য সেনগুপ্ত।
site