• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ইন্ডাস্ট্রির পলিটিক্সের জন্য অনেক ভালো ছেলেমেয়েরা কাজ পেত, সাক্ষাৎকারে অকপট ঋ

Updated on:

Tollywood Actress Rituparna Sen opens about the bad side of tollywood industry

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ‘ঋ’ (Rii) ওরফে ঋতুপর্ণা সেন (Rituparna Sen)। আর পাঁচ জন অভিনেত্রী থেকে একেবারে আলাদা তিনি। ক্যালেন্ডারের হিসাবে বয়স ৪০ পেরোলেও নিজেকে বরাবরই কোনো বাঁধাধরা ছকে ফেলতে রাজি নন ঋ। দেখতে দেখতে অভিনয়ে দীর্ঘ দু’দশকেরও বেশী সময় পার করে ফেলেছেন অভিনেত্রী।

২০০৯ সালে ‘লাভ ইন ইন্ডিয়া’সিনেমায় অভিনয় করে বড়পর্দায় হাতেখড়ি হয়েছিল ঋ-এর। তার আগেই  যদিও ‘তিথির অতিথি’,’এখানে আকাশ নীল’, এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এছাড়া পরবর্তীতে ‘ত্রিনয়নী’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘সাঁঝের বাতি’ ‘উড়োন তুবড়ি’র মতো সিরিয়ালেও চুটিয়ে অভিনয় করেছেন ‘ঋ’। প্রশংসা পেয়েছেন ‘চারুলতা ২০১১’, ‘তাসের দেশ’-এর মতো ছবিতে অভিনয় করে।

Rii Sen

সম্প্রতি টলি টাইম নাম একটি ইউটিউব চ্যানেলে এক খোলামেলা সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন ঋ। অভিনেত্রীর কথায় জানা গেল একটা সময় অভিনয় থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। কোনো কাজ ছাড়া চুপচাপ বসে থাকতেন ঋ। কিন্তু এখন অভিনেত্রী রাজ কাপুরের ‘জিনা ইহা মরনা ইহা’ সংলাপে বিশ্বাসী।

Rii Sen

ঋ এর কথায় তিনি এখন ওয়ার্কহোলিক অর্থাৎ কাজ পাগল হয়ে পড়েছেন। কাজ ছাড়া থাকতে পারেন না এক মুহূর্ত। তিনি মনে করেন ছুটি নেয় বয়স্করা। তাই সারাক্ষণ নিজেকে কাজের মধ্যেই ডুবিয়ে রাখতে চান ঋ। এছাড়া এদিন অভিনেত্রী বলেন একটা সময় তিনি সিরিয়ালের নাম শুনলে বলতেন ‘সিরিয়াল! কারা করে এসব?’ কিন্তু এখন অভিনেত্রীর ধারণা বদলে গিয়েছে।

এছাড়া এদিন নিজের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা শেয়ার করে ঋ জানেন দীর্ঘদিন দিনের বিরতির পর এখন যখন তিনি ভালো ভালো কাজ পাচ্ছেন তাতে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন অভিনেত্রী। তবে ইন্ডাস্ট্রির খারাপ দিকের কথা উঠতেই বাঙালিদের পলিটিক্সকে দায়ী করেন ঋ। ইঙ্গিত করেন ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতির দিকে। তবে এক্ষেত্রে অভিনেত্রী শুধু নিজের কথা বলেননি,তিনি ইন্ডাস্ট্রির পলিটিক্সের জন্য অনেক ভালো ভালো অভিনেতা -অভিনেত্রী আছেন যারা সুযোগ পাননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥