• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইয়ের নন্দা থেকে ছোটপর্দার ভবতারিণী! বাস্তবে মা হয়েছেন এই ৬ জনপ্রিয় টেলি অভিনেত্রী

বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল (Bengali Mega Serial)। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কোশি সকলেই। বাংলা সিরিয়ালে চরিত্রের প্রয়োজনে নায়িকাদের মা হওয়ার বিষয়টি একেবারেই নতুন নয়। কিন্তু আজ বংট্রেন্ডের পাতায় থাকলো সেই সব অভিনেত্রীর তালিকা যারা সদ্য মা  পাশাপাশি অভিনয়ও করছেন সমানতালে।

১. বাসবদত্তা চ্যাটার্জী (Basabdutta Chatterjee) : চলতি বছরের জুলাই মাসেই মা হয়েছেন অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জী। বর্তমানে তাঁর জগৎ জুড়ে রয়েছে ফুটফুটে একরত্তি কন্যা সন্তান। প্রসঙ্গত এই অভিনেত্রীর অভিনয়ের হাতেখড়ি হয়েছিল বাংলার কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের জনপ্রিয় সিরিয়াল  ‘গানের ওপারে’-র হাত ধরে।

   

মা,Mother,বাস্তব জীবন,Real life.প্রিয়ম চক্রবর্তী,Priyam Chakraborty,বাসবদত্তা চ্যাটার্জী,Basabdutta Chatterjee,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,অঙ্কিতা মজুমদার পাল,Ankita Majumder Paul,স্নেহা চ্যাটার্জী,Sneha Chatterjee,প্রিয়ম চক্রবর্তী,Bengali Serial,বাংলা সিরিয়াল

পরবর্তীতে তিনি অভিনয় করেছেন গোয়েন্দা গিন্নি, নেতাজি,প্রথমা কাদম্বিনীর একাধিক জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সেইসাথে তাকে দেখা গিয়েছে বেশ কিছু জনপ্রিয় বাংলা সিনেমা এবং ওয়েব সিরিজেও।

মা,Mother,বাস্তব জীবন,Real life.প্রিয়ম চক্রবর্তী,Priyam Chakraborty,বাসবদত্তা চ্যাটার্জী,Basabdutta Chatterjee,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,অঙ্কিতা মজুমদার পাল,Ankita Majumder Paul,স্নেহা চ্যাটার্জী,Sneha Chatterjee,প্রিয়ম চক্রবর্তী,Bengali Serial,বাংলা সিরিয়াল

২. প্রিয়ম চক্রবর্তী (Priyam Chakraborty) : বাংলা টিভি সিরিয়ালের জগতে প্রিয়ম চক্রবর্তী অত্যন্ত পরিচিত একটি নাম। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইতে প্রথমদিকে মিঠাইয়ের বড় ননদ নন্দার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু সেসময়ই হঠাৎ করে প্রেগন্যান্ট হয়ে পড়েন প্রিয়ম। তাই সেসময় অভিনয় থেকে বিরতি নেন অভিনেত্রী। গত বছরের জুলাই মাসেই  এক ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছেন প্রিয়ম। অভিনেত্রীর একরত্তি সেই ছেলের নাম মিশভ। ছেলে সামলে ইতিমধ্যেই অভিনয়েও ফিরেছেন তিনি। অভিনয় করে ফেলেছেন জি বাংলার দুই জনপ্রিয় সিরিয়াল ‘লালকুঠি’ আর ‘উড়ন তুবড়ি’তে।

মা,Mother,বাস্তব জীবন,Real life.প্রিয়ম চক্রবর্তী,Priyam Chakraborty,বাসবদত্তা চ্যাটার্জী,Basabdutta Chatterjee,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,অঙ্কিতা মজুমদার পাল,Ankita Majumder Paul,স্নেহা চ্যাটার্জী,Sneha Chatterjee,প্রিয়ম চক্রবর্তী,Bengali Serial,বাংলা সিরিয়াল

৩. তনুশ্রী ভট্টাচার্য (Tanushree Bhattacharya) : তনুশ্রী ভট্টাচার্যকে দেখলেই ছোটপর্দার দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে একটাই ছবি। তা হল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানি রাসমণির’ মা ভবতারিনীর রূপ। গত বছরের শেষের দিকে এক ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।

মা,Mother,বাস্তব জীবন,Real life.প্রিয়ম চক্রবর্তী,Priyam Chakraborty,বাসবদত্তা চ্যাটার্জী,Basabdutta Chatterjee,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,অঙ্কিতা মজুমদার পাল,Ankita Majumder Paul,স্নেহা চ্যাটার্জী,Sneha Chatterjee,প্রিয়ম চক্রবর্তী,Bengali Serial,বাংলা সিরিয়াল

৪.অঙ্কুশ্রী মাইতি (Ankushree Maity) : বাংলা সিরিয়ালের পরিচিত মুখ অঙ্কুশ্রী মাইতি। কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ত্রিশূলের পর এই অভিনেত্রীকে এখন দেখা যাচ্ছে স্টার জলসার গাঁটছড়া সিরিয়ালে রাহুলের বোন কিয়ারার চরিত্রে। বাস্তব জীবনে এক কন্যা সন্তানের মা এই অভিনেত্রী। তাঁর ছোট্ট মিষ্টি মেয়ের নাম মিশুক।

মা,Mother,বাস্তব জীবন,Real life.প্রিয়ম চক্রবর্তী,Priyam Chakraborty,বাসবদত্তা চ্যাটার্জী,Basabdutta Chatterjee,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,অঙ্কিতা মজুমদার পাল,Ankita Majumder Paul,স্নেহা চ্যাটার্জী,Sneha Chatterjee,প্রিয়ম চক্রবর্তী,Bengali Serial,বাংলা সিরিয়াল

৫.অঙ্কিতা মজুমদার পাল (Ankita Majumder Paul) : বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মজুমদার। বর্তমানে জি বাংলার গৌরী এলো সিরিয়ালে গৌরীর ছোট কাকি শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন তিনি। মা হওয়ার পর প্রথম এই সিরিয়ালের হাত ধরেই কামব্যাক করেছেন অঙ্কিতা। বাস্তব জীবনে তার এক মিষ্টি মেয়ে আছে, যার নাম মিশুক।

মা,Mother,বাস্তব জীবন,Real life.প্রিয়ম চক্রবর্তী,Priyam Chakraborty,বাসবদত্তা চ্যাটার্জী,Basabdutta Chatterjee,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,অঙ্কিতা মজুমদার পাল,Ankita Majumder Paul,স্নেহা চ্যাটার্জী,Sneha Chatterjee,প্রিয়ম চক্রবর্তী,Bengali Serial,বাংলা সিরিয়াল

৬, স্নেহা চ্যাটার্জী (Sneha Chatterjee) : বাংলা সিরিয়ালের ভীষণ পরিচিত মুখ অভিনেত্রী স্নেহা চ্যাটার্জী। দীর্ঘদিনের অভিনয় জীবনে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় সিরিয়ালে। পজিটিভ নেগেটিভ উভয় চরিত্রেই দেখা গিয়েছে তাকে। তবে বরাবরই স্নেহা অভিনীত খলনায়িকার চরিত্র গুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। গত বছর অর্থাৎ ২০২১ সালের মাঝামাঝি সময় কন্যা সন্তানের মা হয়েছেন স্নেহা।

মা,Mother,বাস্তব জীবন,Real life.প্রিয়ম চক্রবর্তী,Priyam Chakraborty,বাসবদত্তা চ্যাটার্জী,Basabdutta Chatterjee,তনুশ্রী ভট্টাচার্য,Tanushree Bhattacharya,অঙ্কিতা মজুমদার পাল,Ankita Majumder Paul,স্নেহা চ্যাটার্জী,Sneha Chatterjee,প্রিয়ম চক্রবর্তী,Bengali Serial,বাংলা সিরিয়াল

তার মেয়ের নাম মিষ্টি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে স্নেহা ইতিমধ্যেই অভিনয় করেছেন জি বাংলার লালকুঠি সিরিয়ালে। এছাড়া সম্প্রতি পঞ্চমী সিরিয়ালেও দেখা গিয়েছে তাকে। এছাড়াও বাস্তব জীবনে মা হয়েছেন বাংলা সিরিয়ালের এমন অভিনেত্রীদের তালিকায় রয়েছেন কনীনিকা ব্যানার্জী,ময়না মুখার্জি,ময়না ব্যানার্জী,পায়েল দে,মধুবনী গোস্বামী,জয়শ্রী মুখার্জীর অভিনেত্রীরা।

site