• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রাক্তন আর হবু স্বামী দুই ভাই! TRP পেতে গুড্ডির জীবনে নতুন টুইস্ট, রইল ভিডিও

স্টার জলসার একটি চর্চিত সিরিয়াল হল ‘গুড্ডি’ (Guddi)। সিরিয়ালের নায়ক অনুজের (Anuj) সাথে দুই নায়িকা গুড্ডি আর শিরিনের (Shirin)পরকীয়া (Extra Maritial Affair) দেখতে দেখতে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছিলেন দর্শকদের একাংশ। নায়ক অনুজ থেকে সিরিয়ালের লেখিকা লীনা গাঙ্গুলী লাগাতার দর্শকদের কটাক্ষের মুখে সকলেই। তাই বহুদিন ধরেই দর্শকদের দাবি ছিল  এই পরকীয়ার ট্র্যাক বন্ধ করা হোক।

তাই বলা যেতে পারে দর্শকদের দাবি মেনেই ইদানিং নতুন চমক এসেছে সিরিয়ালে। আর তাতেই গুড্ডি দেখার  আগ্রহ বাড়ছে সিরিয়াল প্রেমী দর্শকদের। যার মূলে রয়েছে এই সিরিয়ালের নতুন চরিত্র যুধাজিৎ অভিনেতা দেবোত্তম মজুমদার। সিরিয়ালে  এন্ট্রি নিয়েই সবাইকে একেবারে চমকে দিয়েছেন অভিনেতা।
Guddi,গুড্ডি,Anuj,অনুজ,Judhajit,যুধাজিৎ,New Twist,নতুন টুইস্ট

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা ইতিমধ্যেই দেখেছেন, গুড্ডির জন্য অনুজের বাড়িতে সম্বন্ধ নিয়েএসেছে  যুধাজিৎ আর তার মা। সিরিয়ালে যুধাজিৎ-এর এই মায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। তবে এদিন গুড্ডির জন্য বাড়ি বয়ে বিয়ের প্রস্তাব আসায় একেবারে আঁতকে উঠেছে অনুজ।

   

Judhajit Guddi Anuj

যদিও বাড়ির বাকি সদস্যরা দারুন খুশী এই খবরে। নিজেদের খুশির কথা সবার সামনে জানিয়েও দেয় টুটুল এবং ডোডুল। কিন্তু এরইমধ্যে সিরিয়ালে হাজির নতুন টুইস্ট। গুড্ডিকে বিয়ের প্রস্তাব দিয়ে চলে গেলেও ভুল করে সেখানে মানি ব্যাগ ফেলে যায় যুধাজিৎ। পরে সেই মানি ব্যাগ খুঁজে পায় মিঠি। আর সেই পার্সে থাকা ছবি দেখেই চমকে যায় সবাই।

Guddi,গুড্ডি,Anuj,অনুজ,Judhajit,যুধাজিৎ,New Twist,নতুন টুইস্ট

বিশেষ করে জেঠুমণি এবং মাম্মাম। এই পর্যন্ত দেখে প্রথমে সবাই ভেবেছিলেন ছবিটা হয়তো যুধাজিৎ-এর  প্রাক্তন প্রেমিকার। কিন্তু পরে দেখা যায়  মানি ব্যাগে আসলে  যুধাজিৎ-এর বাবার ছবি রয়েছে। কিন্তু তার বাবা তাদের সাথে থাকে না। ছেলের  জন্মের পরেই বৌকে একা রেখেই চলে গিয়েছিলেন তিনি। এখানেই শেষ হয়।



এখন জানা যাচ্ছে যুধাজিৎএর বাবা আসলে জেঠুমণির জ্যাঠতুতো দাদা আনন্দ শঙ্কর চ্যাটার্জি। তাই আর নিজের দাদার ছবি দেখে চমকে ওঠেন তিনি। পরে বাড়ির সবাইকে গোটা বিষয়টা জানিয়ে তিনি বলেন, তাদের এই বসত বাড়িটা আসলে তার জেঠুর। তাই সেদিক দিয়ে দেখলে আনন্দ শঙ্করের অবর্তমানে এই বাড়ির মালিক যুধাজিৎ। আর তাই অনুজ যুধাজিৎ ভাই ভাই।

site