স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’ (Sath Nibhana Sathiya)-র গোপী বহু (Gopi Bahu)-কে মনে আছে নিশ্চই। এই সিরিয়ালের নায়িকা গোপী বহুর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)। যদিও তার আগে এই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলি অভিনেত্রী জিয়া মানেককে।
কিন্তু পরবর্তীতে গোপী বহু চরিত্র দেবলীনার সাবলীল অভিনয় অল্পদিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। পরবর্তীতে ভারতীয় টেলিভিশনের অন্যতম চর্চিত শো বিগ বসে অংশগ্রহণ করেও শিরোনামে এসেছিলেন দেবলীনা। তবে ইদানিং একটি বিশেষ কারণে পেজথ্রির পাতায় উঠে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক তথা জিম ট্রেনার শাহনওয়াজ শেখের (Shahnwaz Sheikh) সাথে বিবাহবন্ধনে (Marriage) আবদ্ধ হয়েছেন অভিনেত্রী।
যা নিঃসন্দেহে অভিনেত্রীর অনুরাগীদের কাছে ছিল বিরাট বড় চমক। বিয়ের পর দেবলীনা নিজেই তার এই সিক্রেট বয়ফ্রেন্ডের সাথে তাঁর অনুরাগীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। আরবসাগর পারে মুম্বাইতেই একেবারে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে সেরেছেন অভিনেত্রী। অতিথি তালিকায় ছিলেন কেবলমাত্র অত্নীয়-স্বজন এবং হাতেগোনা কয়েকজন বন্ধু-বান্ধব।
কিন্তু হিন্দু হয়ে মুসলিম ছেলেকে(Muslim Guy) বিয়ে করে বিগত কয়েকদিন ধরেই নিন্দুকদের কড়া সমালোচনার (Troll) মুখে পড়েছেন দেবলীনা। ধর্ম নিয়ে অনেকের অনেক কথা শুনতে হচ্ছে নব দম্পতিকে। কিন্তু কথায় বলে সবকিছুর একটা সীমা থাকা উচিত। সীমা ছাড়িয়ে মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই প্রথমদিকে চুপ থাকলেও টুইটারে এক নেটিজেনের প্রশ্ন শুনেই নিজেকে আর সামলাতে পারেননি দেবলীনা।
আসলে শাহনাওয়াজের সাথে বিয়ের পর সম্প্রতি ট্যুইটারে এক নেটিজেন অভিনেত্রীর ভবিষ্যত সন্তানের ধর্ম নিয়ে প্রশ্ন তোলেন। আর তার উত্তরেই দেবলীনার সপাট জবাব ‘আমার সন্তানেরা হিন্দু বা মুসলিম যাইই হোক, তাতে আপনি প্রশ্ন করার কে? এতই যদি বাচ্চাদের নিয়ে চিন্তা তাহলে দেশে অনেক অনাথ আশ্রম রয়েছে সেখানকার শিশুদের দত্তক নিন এবং তাদের নাম ও ধর্ম ঠিক করুন। আমার বিয়ে, আমার সন্তান, আমার ধর্ম, আমার নিয়ম, আপনি বলার কে?’এছাড়া আরও একটি টুইটে অভিনেত্রী লিখেছেন,’বিষয়টা আমার বর আর আমার উপর ছেড়ে দিন। আমরা বুঝে নেব। অন্যের ধর্ম নিয়ে গুগল সার্চ করার বদলে নিজের ধর্ম নিয়ে ভাবুন। ভালো মানুষ হন। এটুকু আমি জান যে আপনার মতো মানুষদের থেকে জ্ঞান নেবার প্রয়োজন নেই।’