এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি রিয়্যালিটি শো হল ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শোয়ের জনপ্রিয়তা দেখার মতো। এই শোয়ের সৌজন্যেই টলিউড অভিনেত্রী রচনাও (Rachana Banerjee) হয়ে উঠেছেন দর্শকদের ঘরের মেয়ে। বাংলা, বলিউড এবং ওড়িয়া ইন্ডাস্ট্রিতে কাজ করা এই অভিনেত্রীর পরিচয় এখন ‘দিদি নম্বর ১’ হিসেবেই।
টলিউডে আসার আগে মডেলিংও করেছেন রচনা। তখন অবশ্য তাঁর নাম ছিল ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। এরপর টলিউডে সুযোগ পাওয়ার পর অভিনেত্রীর নাম বদলে রাখা হয় ঝুমঝুম ব্যানার্জি। কেরিয়ারের দিক থেকে এত সফল যিনি, তাঁর ব্যক্তিগত জীবন কেমন ছিল? মাঝেমধ্যেই অনুরাগীদের মনে ঘুরপাক খায় এই একটি প্রশ্ন।
বেশ কয়েক বছর আগে জি বাংলারই ‘অপুর সংসার’ রিয়্যালিটি শো’য়ে গিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছিলেন পর্দার ‘দিদি নম্বর ১’। সংশ্লিষ্ট শোয়ের সঞ্চালক শাশ্বত চ্যাটার্জির সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নিজের জীবনের নানান অজানা কাহিনী।
‘অপুর সংসার’এ শাশ্বত রচনাকে জিজ্ঞেস করেছিলেন তিনি নিজেকে মা হিসেবে কত নম্বর দেবেন? জবাবে অভিনেত্রীর সাফ জবাব, ‘মা হিসেবে আমি নিজেকে দশে সাত দেব। আরও একটু কম দিলেও খারাপ হয় না’। এরপরই স্ত্রী হিসেবে নিজেকে কত নম্বর দিতে চান তা বলেন রচনা।
টলি সুন্দরী বলেন, স্ত্রী হিসেবে তিনি নিজেকে দশে শূন্য দেবেন। কারণ হিসেবে রচনা বলেন, ‘স্ত্রী হিসেবে নিজেকে দশে শূন্য দেব। এর কারণ হল স্ত্রী হওয়ার জন্য, ভালো গৃহিণী হওয়ার জন্য এবং সংসার করার জন্য গুণগুলি থাকা প্রয়োজন সেগুলি আমার মধ্যে নেই’।
পর্দার ‘দিদি নম্বর ১’এর সংযোজন, ‘আমরা অভিনয় করি যারা তাঁদের এই জগতেরই কাউকে বিয়ে করা উচিত। অভিনয়ের সঙ্গে যুক্ত না হলেও এই পেশাটাকে যিনি বুঝবেন। কারণ আমাদের কাজটা অন্য কাজের থেকে আলাদা। অনেক বেশি অ্যাডজাস্ট করতে হয়’।