টেলিভিশনের পর্দায় একঘেয়ে বাংলা সিরিয়ালের মাঝে এক টুকরো ‘দমকা হাওয়া’র মতো কাজ করে বিভিন্ন রিয়্যালিটি শো’গুলি। সেই কারণে সেই শোগুলির জনপ্রিয়তাও দিনদিন বাড়ছে। বাংলা টেলিভিশনের এমনই একটি জনপ্রিয় শো হল কুকিং শো ‘রান্নাঘর’ (Rannaghor)। সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) সঞ্চালিত এই শো গত ১৭ বছর ধরে দর্শকদের মনোরঞ্জন এবং পেটপুজোর নানান রসদ জুগিয়ে আসছে। তবে এবার সেই সফরে ইতি পড়ল।
অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, শীঘ্রই শেষ হতে চলেছে ‘রান্নাঘর’। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। কয়েকদিন আগে সেই খবরে নিজেই শিলমোহর দেন ‘রান্নাঘরের রানী’ সুদীপা। শনিবার শেষ শ্যুটিংয়ের পরও শ্যুটিং ফ্লোর থেকেই বেশ কিছু আবেগঘন মুহূর্তের ছবি শেয়ার করে নেন তিনি।
একদিকে বছর শেষ হবে, অপরদিকে ইতি পড়বে ‘রান্নাঘর’এর পথচলায়। আগামী ৩১ ডিসেম্বর সম্প্রচারিত হবে সুদীপার শোয়ের শেষ এপিসোড। শেষ পর্বে অতিথি হিসেবে আসবেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায় এবং অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক।
‘রান্নাঘর’এর শেষদিনের শ্যুটিংয়ে যখন সুদীপার চোখে জল এসেছিল তখন মুছিয়ে দেন কাঞ্চনই। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেকথা জানিয়েছেন তিনি নিজে। অভিনেতা-বিধায়ককে জড়িয়ে একটি ছবি শেয়ার করে ‘রান্নাঘরের রানী’ লিখেছেন, ‘কাঞ্চন মল্লিক।মাননীয় বিধায়ক মহাশয় ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে এলেছে- শুধু আমাদের চোখের জল মোছাতে’।
‘রান্নাঘর’এর শেষদিনের শ্যুটিংয়ের পর শোয়ের প্রত্যেক সদস্যের সঙ্গে ছবি শেয়ার করেন সুদীপা। প্রত্যেকের সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দেন তিনি। ক্যামেরার সামনে শুধুমাত্র তিনি থাকলেও পিছনে যে মানুষেরা এত বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন, তাঁদের এবার প্রকাশ্যে আনেন সঞ্চালিকা।
প্রসঙ্গত, ২০০৫ সালের ৯ মে থেকে শুরু হয়েছিল দর্শকদের প্রিয় ‘রান্নাঘর’এর পথচলা। শুরু থেকেই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে সুদীপা। ২০১৮ সাল পর্যন্ত সঞ্চালনা করেছেন তিনিই। এরপর ছেলে আদিদেবের জন্মের পর কিছুদিনের বিরতি নেন। তখন দায়িত্ব সামলেছিলেন অপরাজিতা আঢ্য। এরপর ২ বছরের বিরতি কাটিয়ে ফের ২০২০ সালে কামব্যাক করেন সুদীপা। কিছুদিন আগেই উদযাপিত হয়েছে শোয়ের ৫০০০ পর্ব। তবে নতুন কোনও মাইলফলক স্পর্শ করার আগেই শেষ হয়ে গেল সুদীপা এবং ‘রান্নাঘর’এর পথচলা।