টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। বরাবরই তাঁকে নিয়ে সরগরম থাকে পেজ থ্রীর পাতা। তিনি করছেন, কি পরছেন কিংবা কোথায় যাচ্ছেন তা জানার জন্য প্রায় সর্বক্ষণ তাঁর পিছু ধাওয়া করে কয়েকজোড়া ক্যামেরার চোখ। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিং তো আছেই।তবে লাগাতার ট্রোলের মুখে পড়া এখনকার দিনে সেলিব্রেটিদের কাছেও একপ্রকার জলভাতে পরিণত হয়েছে।
এমনিতে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না টলিউড অভিনেত্রী (Tollywood Actress) নুসরত জাহানের। যার ফলে মাঝেমধ্যেই নানান ঘটনাকে কেন্দ্র করে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। প্রসঙ্গত গর্ভাবস্থা থেকে শুরু করে ছেলের জন্মের পর নানাভাবে বহুবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন বসিরহাট কেন্দ্রের এই সুপার হট তারকা সংসদ।
View this post on Instagram
এই ভিডিও দেখা মাত্রই নুসরতকে নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কেউ লিখেছেন শাহরুখ খান নাক আর ঠোঁট দেখেই ভয় পেয়েছেন। আবার কারও মন্ত্যব্য ‘ড্রেস এক পরলেই কি সুস্মিতা সেন হওয়া যায়’! আবার কারও কটাক্ষ ‘কপাল ভালো সুস্মিতা সেন এগুলো দেখে না’।