বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেতা হলেন রাহুল দেব বোস (Rahul Dev Bose)। সদ্য স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘নবাব-নন্দিনী’ (Nabab Nandini)-তে খলনায়কের চরিত্রে এন্ট্রি হয়েছে অভিনেতার। সিরিয়ালে রাহুল অভিনীত চরিত্রের নাম অর্ণব। প্রসঙ্গত এই সিরিয়ালের শুরুর দিকে দু-একটি এপিসোডে দেখা গিয়েছিল রাহুলকে।
তবে অনেকদিন পর রাহুল আবার ছোটপর্দায় (Small Screen) কামব্যাক (Comeback) করে দারুন খুশি তার অনুরাগীরা। বেশ কিছুদিন হল ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন রাহুল। সিনেমা থেকে ওয়েব সিরিজ বাংলা বিনোদন জগতের সব মাধ্যমেই চুটিয়ে কাজ করেছেন রাহুল। সম্প্রতি ‘আয় খুকু আয়’ ছবিতে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছেন অভিনেতা।এছাড়াও ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন রাহুল।
এই ছবি প্রদর্শিত হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তাই সব মিলিয়ে সময়টা বেশ ভালোই কাটছিল অভিনেতার। কিন্তু এরইমাঝে আচমকাই ছন্দপতন। হটাৎই সিরিয়ালের শুটিং ফ্লোর থেকেই মোবাইল স্ক্রিনে নিজেরই মৃত্যুর খবর (Death News) দেখে খানিক চমকে ওঠেন অভিনেতা। সেই থেকেই ভুয়ো খবরের জেরে রীতিমতো নাজেহাল অবস্থা হয় অভিনেতার। চিন্তিত হয়ে তাঁকে একের পর এক ফোন করেন আত্মীয়-স্বজন থেকে বন্ধুবান্ধব সকলেই।
তবে বিষয়টি নিয়ে ভীষণ বিরক্ত রাহুল। তাই খানিক বিরক্তি প্রকাশ করেই এ বিষয়ে আনন্দবাজার অনলাইনে অভিনেতা জানিয়েছেন ‘খুবই বিরক্তিকর। শুধু মাত্র কিছু ভিউ আর লাইকের জন্য এমন খবর রটানো মোটে ভাল কথা নয়’। সেইসাথে অভিনেতার সংযোজন ‘আমি বাস্তবে তো বেঁচেই আছি। আর তা ছাড়া ধারাবাহিকেও আমার মৃত্যু হচ্ছে না। যাঁরা আমায় নিয়ে চিন্তিত তাঁদের প্রত্যেককে এটা বলতে চাই।’
‘বাজল তোমার আলোর বেনু’ থেকে শুরু করে ‘ভজো গোবিন্দ’, ‘প্রথমা কাদম্বিনী’র মতো একাধিক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন রাহুল। তবে কোনোটাই গতে বাধা চরিত্র নয়। বরাবরই রাহুল অভিনীত চরিত্র নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করতে দেখা গিয়েছে নির্মাতাদেরও। তবে ইদানিং পরপর বেশ কয়েকটি ধারাবাহিকে খলনায়কের চরিত্র করেছেন তিনি। এর কারণ জানিয়ে রাহুলের সপাট জবাব ‘আমার মনে হয় খলনায়কের মেরুদণ্ড অনেক বেশি সোজা হয়।’