• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বোঝে না সে বোঝে না’র পর কেটে গেছে ৯ বছর, এই সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন যশ দাসগুপ্ত

Published on:

After Bojhe Na Se Bojhe Na Yash Dasgupta coming in Television Serial Sohag Chand

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেতা হলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। এখন তিনি টলিউডের জনপ্রিয় হিরো। কিন্তু দর্শকমহলে বিশেষ করে ছোটপর্দার দর্শকদের কাছে আজও তিনি স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ (Bojhe Na Se Bojhe Na)-র নায়ক অরণ্য সিংহ রায়। এই ধারাবাহিকের হাত ধরেই গোটা বাংলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল অরণ্য-পাখির (Aranya-Pakhi) জুটি।

তাই আজও মাঝে মধ্যেই সিরিয়ালপ্রেমী দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয় ওঠে পর্দার অরণ্য-পাখি অর্থাৎ যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের জুটি। কিন্তু দর্শকদের আক্ষেপ ‘বোঝে না সে বোঝে না’ শেষের পর এখনও পর্যন্ত ছোটপর্দায় কামব্যাক করেনি সকলের প্রিয় অরণ্য  কিম্বা পাখি। তবে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে কিছুদিন আগেই একটি মিউজিক ভিডিওতে ধরা দিয়েছিলেন ছোটপর্দার অরণ্য আর পাখি।

যশ দাশগুপ্ত,Yash Dasgupta,বোঝে না সে বোঝে না,Bojhe Na Se Bojhe Na,অরণ্য,Aranya,সোহাগ চাঁদ,Sohag Chand,Bengali Serial,Yash Dasgupta in Serial

তবে দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেনি আজও। তবে এরই মধ্যে জানা যাচ্ছে ‘বোঝে না সে বোঝে না’ শেষ হওয়ার দীর্ঘ ৯ বছর পর আরও  একবার ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় অরণ্য সিংহ রায় অর্থাৎ অভিনেতা যশ দাশগুপ্ত। তবে নতুন কোন সিরিয়ালে নয় যশ ফিরছেন কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’ (Sohag Chand)-এ।

Colors Bangla's upcoming new serial Sohag Chand

অভিনেতা অভিষেক বীর শর্মা এবং অন্বেষা চক্রবর্তী (Anwesha Chakraborty) অভিনীত এই সিরিয়ালে অতিথি হিসেবে খুব শীঘ্রই দেখা যাবে যশ দাশগুপ্তকে। এই ধারাবাহিকে তার সাথেই দেখা যাবে টেলি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার কেও। নিজেদের আসন্ন সিনেমার প্রচারের জন্যই এই সিরিয়ালে আসবেন তাঁরা।

Yash Dasgupta

শোনা যাচ্ছে সিরিয়ালে সোহাগের বাগদানের বিশেষ পর্বে হাজির হবেন এই তারকা জুটি। জানা যাচ্ছে বিয়ের দিন নায়কের গাড়ি একটি দুর্ঘটনার মুখে পড়বে। সেখানেই তার সাথে দেখা হবে দেখা হবে যশ-প্রিয়াঙ্কার। তারপর কথাবার্তার মধ্যে দিয়েই অবশেষে নায়কের বিয়েতে এসে হাজির হবেন তাঁরা। সিরিয়ালের এই বিশেষ পর্ব দেখার জন্য অপেক্ষায় রয়েছেন যশ দাশগুপ্তের ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥