বিনোদন মানেই সবার আগে মাথায় চলে আসে সিনেমার কথা। বলিউড থেকে টলিউড (Tollywood) এমনকি দক্ষিণী সব ধরণের ছবি দেখতেই ভালোবাসেন দর্শকেরা। কিন্তু বাইরে থেকে যতটা ঝাঁ চকচকে লাগে ভেতরে কিন্তু তেমনটা নয়। বিনোদন ইন্ডাস্ট্রিতে সময়ে সময়ে প্রতারণা, স্বজন পোষণ (Nepotism) থেকে শুরু করে নোংরামির অভিনয় উঠেছে। আবার অনেকেই নিজেদের দুর্ভাগ্য, আক্ষেপ থেকে অভিমানের কথা তুলে ধরেছেন ইন্ডাস্ট্রি নিয়ে।
টেলি দুনিয়ার অনেক অভিনেত্রীই নিজেদের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। শ্রীলেখা মিত্র, অভিষেক চ্যাটার্জীদের পর এবার সেই তালিকায় নাম উঠল শতাব্দী রায়ের (Satabdi Roy)। সম্প্রতি এই সময় ডিজিটালের সাথে একটি সাক্ষাৎকারে বেশ কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে।
একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), চিরঞ্জিৎ চক্রবর্তী থেকে তাপস পালের মত তারকাদের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী। এর পাশাপাশি মনে জমে থাকা ক্ষোভও প্রকাশ করেছেন। তিনি জানান, সেই সময় নায়কের সাথে ভালো সম্পর্কের সুবাদে ছবিতে কাজ পেয়েও কাজ হারাতে হয়েছিল তাকে। অবশ্য এখন আর সেই সমস্ত অতীতের কথা নিয়ে ভাবেন না তিনি।
শতাব্দীর মতে, ‘এটা আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে’। এরপর তিনি বলেন, ‘দেখুন এটাই স্বাভাবিক। অঞ্জন চৌধুরী নিজের মেয়েকে সিনেমায় নিতেন, সুখেন দাসও তাঁর মেয়েকে নায়িকা করেছিলেন। আজ আমিও তো চাইবো আমার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হোক’। তবে আজকের দিনে দাঁড়িয়ে কিছু মনে না হলেও সেই সময় আক্ষেপ হয়েছিল, সেকথা স্বীকার করেছেন অভিনেত্রী।
এখানেই শেষ নয়, টলিউডের প্রসেনজিৎ, চিরঞ্জিৎ ও তাপস পালের একাধিক অজানা কথাও জানা গিয়েছে এই সাক্ষাৎকার থেকেই। শতাব্দীর মতে, নায়কের দুজনের সাথে ভালো সম্পর্ক ছিল না। সকলের সাথেই ঝগড়া হয়ে যেত, তবে প্রসেনজিতের সাথেই বেশি ঝগড়া হত। এমনকি ঝগড়ার জেরে দুজনের মধ্যেও কথা বলাবলি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। তবে তাতে কাজের ওপর প্রভাব পড়েনি, শুটিং ঠিকই চলেছিল।
অভিনেত্রীর কথায়, ‘প্রসেনজিতের সাথেই এমনটা বেশি হত। একেঅপরের সাথে হয়তো কথা বলা বন্ধ, তবে একসাথে ছবির শুটিং করেছি। ওদিকে ছবি করাকালীন চিরঞ্জিতদার সাথেও সমস্যা তৈরী হয়েছিল। এরপর বেশ কিছুদিন একসাথে কাজ করিনি। তবে গল্প করতে বেশ লাগত’। এরপর তাপস পাল সম্পর্কে তিনি জানান, তার সাথে কোনো ঝগড়া বা সমস্যা হয়নি।