• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বং বিউটি তৃণার হাতে শাহরুখের চুমু! আদৌ হাত ধুয়েছেন? নায়িকাকে প্রশ্ন বন্ধুদের

Published on:

Shahrukh Khan kisses Trina Saha Hand in KIFF

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) দিনটা অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)-র কাছে ছিল স্বপ্নের মত।  তৃণার কাছেএই বিশেষ দিনটার  ঘোর কাটছে না কিছুতেই। আর পাঁচজন শাহরুখ ভক্তদের মতোই বলিউড বাদশা কিং খান হলেন বাংলার এই অভিনেত্রীর কাছে স্বপ্নের নায়ক। যাকে এতদিন তিনি দেখে এসেছেন টিভির পর্দায়।

সেই কিং খানই এদিন তার সামনে এসে দাঁড়ানোয় একেবারে ভাষা হারিয়েছিলেন অভিনেত্রী। বৃহস্পতিবার ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের দিন। এই বিশেষ দিনে টানা তিন বছরের খরা কাটিয়ে শহরে এসে উপস্থিত হয়েছিলেন কলকাতার ব্রান্ড অ্যাম্বাসাডর তথা বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)।

Bollywood badshah Shahrukh Khan at 28th Kollkata film festival

হাজির ছিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন তার স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া ভাদুড়ি এবং বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। হাজির ছিলেন বাংলা বিনোদন জগতের এক ঝাঁক তারকারাও। তবে সকলের মধ্যেই মধ্যমণি হয়ে গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মাতিয়ে রেখেছিলেন কিং খান। এমনিতেই দেশের গন্ডি ছাড়িয়ে  বিদেশেও কোটি কোটি মানুষের হৃদয়ে রাজ করেন শাহরুখ।

আর সেই কিং খানকে নিজের সামনে থেকে দেখে একেবারে ভাষা হারিয়ে ফেলেছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা ছোটপর্দার গুনগুন তৃণা সাহা। তাই শাহরুখের সাথে প্রথম সাক্ষাৎ কিছুতেই  ভুলতে পারছেন না তৃণা। আর এদিন প্রথম সাক্ষাতেই স্বপ্নের নায়ককে শুধু কাছ থেকে দেখাই  নয় তার হাতে চুম্বনও এঁকে দিয়েছিলেন এসআরকে।

Shahrukh Khan looking at Trina Saha in KIFF 2022 photo viral on social media

সব মিলিয়ে গোটা বিষয়টাই তৃণার কাছে ছিল স্বপ্নের মত। তিনি কল্পনাও করতে পারেননি শাহরুখ তাকে এভাবে হাতে চুম্বন করবেন। সেই থেকে একটা আলাদা রকমের ঘোরের মধ্যে কাটাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি এ প্রসঙ্গে টিভি নাইন বাংলার সাথে এক সাক্ষাৎকারে তৃণা জানিয়েছেন ‘আমি কিছুতেই ভাবতে পারছিনা শাহরুখ আমার হাতে চুমু খেতে পারেন। আমার বন্ধুরা জিজ্ঞেস করছে কিনা আমি হাত ধুয়েছি কিনা’।


সেইসাথে তৃণার সংযোজন ‘আমি এখনও স্বপ্নের মধ্যেই আছি। এই ব্য়াপারটা যে ঘটবে আমি সত্যিই ভাবিনি। আমি মুগ্ধ। শাহরুখের সামনে গিয়ে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম। কী বলব, কী দেখব বুঝতে পারছিলাম না। কেবল জানতাম, মানুষটা আমার সামনে, এত্তটা কাছে দাঁড়িয়ে আছেন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥