বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল। দর্শকমহলে বাড়তে থাকা মেগা সিরিয়ালের চাহিদার কথা ভেবে ইদানিং ঝুলি ভরে আসছে একঝাঁক নতুন সিরিয়াল। যার ফলে আজকের দিনে টিভির পর্দায় নতুন সিরিয়াল শুরু হওয়াটা একপ্রকার জলভাতে পরিণত হয়েছে। নতুনের ভীড়ে ইতিমধ্যেই শেষ হয়ে যাচ্ছে একের পর এক জনপ্রিয় সিরিয়ালগুলি।
নিয়ম মেনেই জায়গা ছাড়তে হচ্ছে একাধিক সিরিয়ালকে। শেষ হয়ে যাচ্ছে দর্শকদের অত্যন্ত পছন্দের সব সিরিয়াল। তবে একথাও ঠিক নতুন সিরিয়ালের হাত ধরেই কিন্তু আবার নতুন রূপে, নতুন চরিত্র হয়ে ফিরছেন দর্শকদের পছন্দের অভিনেতা অভিনেত্রীরাও। জল্পনাকে সত্যি করে ইতিমধ্যেই জি বাংলার পর্দায় শেষ হয়েছে দর্শকদের প্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)।
এই সিরিয়াল শেষের আগেই শোনা গিয়েছিল নতুন সিরিয়ালে ফিরবেন উর্মির সত্যকিবাবু অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)। সেই জল্পনায় শিলমোহর দিয়ে মাত্র কদিন আগেই এসেছে অভিনেতার নতুন সিরিয়াল ‘মন দিতে চাই’ (Mon Dite Chai)-এর প্রোমো। সেখানে দেখা গিয়েছে উর্মির টুকাইবাবুর সাথে এবার জুটি বেঁধেছেন স্টার জলসার ‘আয় তবে সহচরী’ সিরিয়ালের বরফি অভিনেত্রী অরুণিমা হালদার (Arunima Haldar)। আগামী মাসেই অর্থাৎ নতুন বছরের ২ জানুয়ারি রাত সাড়ে দশটায় দেখা যাবে এই সিরিয়াল।
এরই মধ্যে জি বাংলায় উর্মি সত্যকির এই পথের জায়গায় নিয়েছে রাধিকা অভিনেত্রী স্বস্তিকা দত্তের নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’। এই সিরিয়ালে তার বিপরীতে রয়েছেন ‘জড়োয়ার ঝুমকো’ খ্যাত অভিনেতা শুভঙ্কর সাহা। এরইমধ্যে টেলি পাড়ায় জোর জল্পনা (Rumour) খুব তাড়াতাড়ি নতুন সিরিয়ালে ফিরবেন এই পথ যদি না শেষ হয় খ্যাত উর্মি অভিনেত্রী ‘অন্বেষা হাজরা’ (Annwesha Hazra)।
জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসবে অভিনেত্রীর নতুন সিরিয়াল। এই সিরিয়ালে তার বিপরীতে থাকবেন স্টার জলসার মাধবীলতা খ্যাত সবুজ অভিনেতা সুস্মিত মুখার্জী (Sushmit Mukherjee)। যদিও এখনও পর্যন্ত এবিষয়ে কোনো নিশ্চিত খবর মেলেনি। আসলে সম্প্রতি তাদের দুজনের ছবি কোলাজ করে একজন তাদের জুটি নতুন সিরিয়ালে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই দেখেই নেটিজেনরা জানিয়েছেন আগামীদিনে তাদের একসাথে দেখলে বেশ ভালোই মানাবে।