চলতি বছরটা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। একের পর এক সিনেমা মুক্তি পেয়েছে এবং সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিছু কিছু ক্ষেত্রে ছবি রিলিজের আগেই উঠেছে বয়কটের ডাক। তবে এসবের মাঝেও বক্স অফিসে ঝড় তুলেছিল বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)।
কাশ্মীরি পণ্ডিতদের ওপর হওয়া অত্যাচার নিয়ে তৈরি হয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। এখনও দর্শকমনে গেঁথে রয়েছে সেই ছবির রেশ। তবে এসবের মাঝেই নিজের পরবর্তী ছবির কাজ শুরু করে দিলেন পরিচালক বিবেক।
নিজের আগামী ছবির মহরত শট এবং চিত্রনাট্যের ছবি শেয়ার করে বিবেক সুখবর দিয়েছেন। পরিচালক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শুভ সকাল। আমরা নতুন জিনিস, নতুন আনন্দ, নতুন হাসি এবং নতুন চ্যালেঞ্জের জন্য বাঁচি। তবুও আমারা পুরনো জিনিসেই স্বস্তি বোধ করি। এখান থেকে কষ্ট শুরু। খুশি পাওয়ার দ্রুত ও নিশ্চিত রাস্তা হল অনিশ্চিত রাস্তায় ঝাঁপ দেওয়া’।
‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালকের আগামী ছবির নাম ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ (The Vaccine War)। পরিচালক আগেই জানিয়েছিলেন, এই ছবির ওপর গবেষণা করার জন্য প্রায় ১ বছর সময় লেগেছিল। দর্শকদের কাছে একেবারে সঠিক তথ্য পরিবেশন করার জন্য গবেষণার জন্য এতখানি সময় নিয়েছিলেন তিনি।
বিবেক আগেই জানিয়েছিলেন, ‘দ্য ভ্যাকসিন ওয়ার’এর চিত্রনাট্য ৩২০০ পাতার। ৮২ জন মানুষ এই ছবির ওপর কাজ করেছেন। দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে এই চিত্রনাট্য তৈরি করেছেন তাঁরা। এমনকি একেবারে নিখুঁত তথ্য পরিবেশন করার জন্য বিবেকের সম্পূর্ণ টিম ভ্যাকসিন তৈরি করা বৈজ্ঞানিকদের সঙ্গেও দেখা করেছিল।
View this post on Instagram
‘দ্য ভ্যাকসিন ওয়ার’ আগামী বছর ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছেন পল্লবী যোশী। ১০টিরও বেশি ভাষায় মুক্তি পাবে এই সিনেমা। হিন্দির পাশাপাশি ইংরেজি, বাংলা, তামিল, মালায়ালম, পাঞ্জাবি, গুজরাটি-সহ বেশ কয়েকটি ভাষায় রিলিজ করবে এই সিনেমা।