আর মাস খানেকের অপেক্ষা। এরপরই নায়ক হিসেবে ফের বড়পর্দায় ফিরছেন ‘ওয়ান অ্যান্ড অনলি’ শাহরুখ খান (Shah Rukh Khan)। গত ৪ বছর ধরে এই দিনটির জন্যই অপেক্ষা করে বসেছিলেন প্রত্যেক ‘কিং খান’ অনুরাগী। অবশেষে আগামী ২৫ জানুয়ারি ‘পাঠান’এর (Pathaan) সঙ্গে কামব্যাক করবেন অভিনেতা। ইতিমধ্যেই ছবির টিজার এবং একটি গান প্রকাশ হয়ে গিয়েছে। আর বলাই বাহুল্য, সেগুলি দেখে দর্শকদের উত্তেজনা আকাশ ছুঁয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই ড্রামাই মুখ্য চরিত্রে শাহরুখ অভিনয় করেছেন একথা তো প্রত্যেকেই জানেন। নায়িকার ভূমিকায় দীপিকা পাড়ুকোন এবং খলনায়কের চরিত্রে জন আব্রাহামকে দেখা যাবে, একথাও অজানা নয়। তবে এই চরিত্রগুলির জন্য তাঁরা কত টাকা পারিশ্রমিক (Pathaan cast fees) নিয়েছেন, সেটা কি জানেন? আজকের প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরা হল।
সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) – যশ রাজ ফিল্মস প্রযোজিত এই স্পাই ড্রামার পরিচালক সিদ্ধার্থ। এর আগে ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ‘পাঠান’এর টিজারেও দর্শকদের মুগ্ধ করেছেন পরিচালক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সিদ্ধার্থ এই ছবি পরিচালনার জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) – প্রায় এক দশক পর একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে সুপারহিট শাহরুখ-দীপিকা জুটিকে। ‘পাঠান’এর টিজার এবং ‘বেশরম রঙ’এ তাঁদের কেমিস্ট্রি দেখার মতো। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বি টাউনের ‘মস্তানি’ এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
জন আব্রাহাম (John Abraham) – নায়ককে টেক্কা দেওয়ার মতো ভিলেন না থাকলে সিনেমা দেখে ঠিক মজা আসে না। আর ‘পাঠান’এর টিজার দেখেই বোঝা যাচ্ছে শাহরুখকে ভালো রকমের টেক্কা দিয়েছেন জন আব্রাহাম। ছবিতে দুর্দান্ত কিছি স্টান্টও পারফর্ম করতে দেখা যাবে তাঁকে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জন এই ছবির জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
শাহরুখ খান (Shah Rukh Khan) – যার নামে ছবি, পর্দার ‘পাঠান’এর পারিশ্রমিক যে সবচেয়ে বেশি তা হয়তো এতক্ষণেই বুঝেই গিয়েছেন। এই ছবির জন্য শাহরুখ নিজের চেহারায় পরিবর্তন এনেছেন তা দেখার মতো। ‘বেশরম রঙ’এ ‘কিং খান’কে দেখে চোখ ফেরানো দায়। কে বলবে কয়েকবছর পর ৬০ বছর পা দেখেন তিনি! এই বয়সেই মহিলাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়ার জন্য তাঁর একটি লুকই যথেষ্ট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শাহরুখ এই ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।
প্রসঙ্গত, শাহরুখ-দীপিকা-জন ছাড়াও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়াকে। এছাড়া এই সিনেমায় ‘টাইগার’ হিসেবে ক্যামিও রোলে দেখা দেবেন সলমন খানও। যদিও এই ৩ তারকার পারিশ্রমিকের অঙ্ক জানা যায়নি।