সিরিয়ালের পাশাপাশি বিনোদন জগতে ইদানিং বাড়ছে নিত্য নতুন রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তা। চলতি বছরেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’ (Dance Dance Junior Season 3)। পরপর দু-দুটো সিজন রমরমিয়ে চলার পর এবার শেষের মুখে এই নাচের রিয়ালিটি শোয়ের তৃতীয় সিজনও।
প্রসঙ্গত আজকের দিনে সিরিয়াল হোক কিংবা রিয়ালিটি শো সবকিছুর ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি (TRP)। তাই সবই এখন টিআরপির খেলা। প্রায় প্রত্যেক সপ্তাহেই দর্শকদের জন্য নিত্যনতুন চমক নিয়ে হাজির হয়ে থাকেন এই রিয়ালিটি শোয়ের নির্মাতারা। মাঝেমধ্যেই হাজির হয়ে থাকেন বিনোদন জগতের সাথে যুক্ত জনপ্রিয় সব সেলিব্রেটিরাও।
তবে এই শো এর সঞ্চালক ‘ভাসান বাপি’ (Bhasan Bappi) ওরফে রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya) যে এই অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছেন তা বলাই বাহুল্য। মাঝেমধ্যেই নানান হাসির কথা বলে সবার পেটে খিল ধরিয়ে দেন অভিনেতা। তবে সেইসাথে আলপটকা মন্ত্যব্য করেও শিরোনামে আসেন পর্দার ভাসান বাপি। কিন্তু সেসব মন্তব্য যে শুধুমাত্র স্ক্রিপ্টের প্রয়োজনেই করা আশা করি তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই।
সম্প্রতি ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে ও ক্যামেরা শোয়ের বিচারক তথা টলিউড সুপারস্টার দেব কে বুনিপ বলে নতুন করে শিরোনামে রোহণ। এদিন ভাসান বাপি বলে বসেন এবার নাকি জঙ্গলে হচ্ছে ড্যান্স ড্যান্স জুনিয়র। আর সেখানেই দুটো হরিণের মধ্যে বসে রয়েছে একটা বুনিপ। একথা শুনে হাসিতে গড়িয়ে পড়েন সকলেই।
https://youtu.be/JqQlZ-CddXM?t=48
প্রসঙ্গত বাংলা সিনেমায় দেবের বুনিপ বধ নিয়ে চর্চার কারণ অজানা নয় কারও কাছেই।বাস্তবে এমন অদ্ভুত বুনিপ আদৌ আছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন অনেকে। তবে বরাবরের মতো এদিনও ভাসান বাপির কাছে বুনিপের তকমা পেয়ে একগাল হাসে ফেলেন সুপারস্টার। প্রসঙ্গত এমনিতে শোয়ে স্ক্রিপ্টের খাতিরে মজা করলেও দেবকে কিন্তু নিজের গুরুদেব মানেন রোহণ। ইতিপূর্বে দেবের ‘এমনি’ ক্যাপশন নিয়েও ব্যাপক খিল্লি করেছিলেন ভাসান বাপি।