বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা শন ব্যানার্জি (Sean Banerjee)। সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত অজন্ত প্রিয় তারকা তিনি। হ্যান্ডসাম শনের জন্য এক কথায় পাগল অসংখ্য তরুণী। আজ থেকে চার বছর আগে ২০১৮ সালে প্রথম সিরিয়াল ‘আমি সিরাজের বেগম’ দিয়েই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল শনের। সেই থেকেই পরপর তিনটি সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
প্রথম সিরিয়াল ‘আমি সিরাজের বেগম’ শেষ হতে না হতেই পরের বছরেই স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘এখানে আকাশ নীল’-এ ডাক্তার উজান চ্যাটার্জি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন শন। এই সিরিয়াল শেষ হতেই তার পরের বছর বেশ কিছুটা বিরতি নিয়ে কামব্যাক করেছিলেন অভিনেতা। ফিরেছিলেন স্টার জলসার মেগা সিরিয়াল ‘মনফাগুন’-এ।
ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় শেষ হয়েছে সেই সিরিয়ালের সম্প্রচার। মনফাগুন শেষ হওয়ার পরেই শন এখন বেশ কিছুটা ব্যস্ত হয়ে পড়েছে নিজের প্রথম সিনেমার কাজে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সাথে বিদেশে শুটিং করছেন অভিনেতা। মনফাগুন শেষ হওয়ার পরেই দেখা গিয়েছে একেবারে নতুন অবতারে ধরা দিয়েছেন শন।
প্রসঙ্গত এতদিনে সকলেই হয়তো জেনে গিয়েছেন শন হলেন বাংলার কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর (Supriya Devi) নাতি। এক পুরোনো সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন ছোট থেকেই দিদাকে তিনি মায়ের চোখে দেখেছেন। তাই দিদাই ছিল তার কাছে মায়ের মতো। তবে এই বিশেষ পরিচয়ের জন্য কখনো ইন্ডাস্ট্রিতে কোনো বিশেষ সুবিধা নেওয়ার কথা ভাবেননি তিনি।
প্রসঙ্গত পরপর তিনটি সিরিয়ালে অভিনয় করে দারুন ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে অভিনেতার। অনেক মহিলা ভক্তই চায় তাদের জীবনেও শনের মতো একজন মানুষ আসুক তাদের জীবনে। কিন্তু ব্যক্তিগত জীবনে শনের মনের মানুষ কি কেউ আছে? এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছেন তার প্রথম প্রেম হয়েছিল ক্লাস টুতে।
তখন সেই অর্থে প্রেম জিনিসটা তিনি না বুঝলেও সেই ছোট বয়সেই একজনের প্রতি তার একটা ভালো লাগা তৈরি হয়েছিল। তাছাড়া তাদের দুজনের মধ্যেই ছিল পারিবারিক সম্পর্ক। কাকতালীয় হলেও এই ব্যাপারটার সাথে খানিকটা মিল আছে মনফাগুনের ঋষিরাজের। তবে এখনও পর্যন্ত কোন সিরিয়াস রিলেশনশিপে শন যাননি বলেই জানিয়েছেন।